ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে গৃহবধূ হত্যাকারীদের গ্রেফতার দাবিতে থানা ঘেরাও

প্রকাশিত: ০৯:০৪, ২১ এপ্রিল ২০১৯

গফরগাঁওয়ে গৃহবধূ হত্যাকারীদের গ্রেফতার দাবিতে থানা ঘেরাও

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২০ এপ্রিল ॥ কিশোরী গৃহবধূ সাথীকে (১৪) যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার প্রতিবাদে, খুনীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে থানা ঘেরাও ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গফরগাঁও প্রেসক্লাবের সামনে কলেজ রোডে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে চরআলগী ইউনিয়নের নারী-শিশুসহ চরআলগী ইউনিয়নের শত শত লোক অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন মোঃ একিন আলী, চরআলগী ইউপির মহিলা সদস্যা আসমা খাতুন, রুমা আক্তার, মনির হোসেন, নিহত সাথী আক্তারের মা রেহেনা আক্তার প্রমুখ। পরে জনতা সাথী আক্তারের খুনীদের গ্রেফতারের দাবিতে গফরগাঁও থানা ঘেরাও করে। এ সময় তারা সাথী আক্তারের খুনীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল উপজেলার চরমছলন্দ গ্রামে সাথী আক্তার নামে ১৪ বছর বয়সী এক কিশোরী গৃহবধূকে এক লাখ টাকা জন্য অমানুষিক নির্যাতন করে গলাটিপে হত্যা করে তার স্বামীর বাড়ির লোকজন। চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল নিহত স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরুর রাখাল নিহত হয়েছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া চটকপাড়া গ্রামের মোঃ তৈমুর রহমানের ছেলে বিশারত আলী বিশু (২২)। শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৪টার দিকে মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এর পাশ দিয়ে কয়েকজন রাখাল ভারতে গরু আনতে যাচ্ছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়লে বিশু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গের রাখালরা বাংলাদেশের একটি ধানক্ষেতে বিশুকে রেখে পালিয়ে আসে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, মাসুদপুর সীমান্তে বিশু নামের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেতে পড়ে আছে জেনেছি। তবে কিভাবে মারা গেছে তা জানা যায়নি। বিএসএফের গুলিতে মারা গেলে পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে। এর আগে গত ৪ মার্চ ভোরে ওই সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন মিলন ও সেনারুল ইসলাম নামে দুই যুবক।
×