ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আহত ১৭

সাইবেরিয়ায় দাবানল, ১৪ গ্রাম ও শহর ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৯:০২, ২১ এপ্রিল ২০১৯

সাইবেরিয়ায় দাবানল, ১৪ গ্রাম ও শহর ক্ষতিগ্রস্ত

দক্ষিণ-পূর্ব সাইবেরিয়ার ট্রান্স-বৈকাল অঞ্চলে দাবানলে ১৭ জন আহত হয়েছেন। রুশ জরুরী মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস তাসকে এ তথ্য জানিয়েছে। খবর তাস অনলাইনের। এক মুখপাত্র বলেন, মোট ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১শ’ ৮ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে ৮৩ জন জরুরী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। মন্ত্রণালয় বলেছে, এ দাবানলে অঞ্চলে ১৪টি গ্রাম ও শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র জানায়, ট্রান্স-বৈকাল রিজিওনে দাবানলের শিকার ১৪ বসতির মধ্যে ১১টিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রুশ ইমারজেন্সিস মন্ত্রণালয় সাম্প্রতিক হিসেবে বলেছে, দাবানলে ১শ’ ৫২টি ভবন ধ্বংস হয়ে গেছে। এগুলোর মধ্যে ৯৮ হচ্ছে আবাসিক ভবন। আগুন নিয়ন্ত্রণে ৩শ’র বেশি কর্মী অংশ নিচ্ছেন এবং ৫৪ হার্ডওয়্যার ব্যবহার করা হচ্ছে।
×