ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেক্সিকোয় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত ১৩

প্রকাশিত: ০৯:০১, ২১ এপ্রিল ২০১৯

মেক্সিকোয় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত ১৩

মেক্সিকোর সহিংসতা পীড়িত পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের এক অনুষ্ঠানে শুক্রবার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এএফপি। দ্য সেক্রেটারিয়েট অব পাবলিক সেফটি জানিয়েছে, বন্দুকধারীরা গুলি করার আগে মিনাটিটলানে একটি পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এল ব্যাকি নামে একজনের নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে দেখা করতে চান। এল ব্যাকি ওই স্থানীয় বারটির মালিক। হামলায় সাতজন পুরুষ, পাঁচজন নারী ও একটি শিশু নিহত হয়েছে। অপর চার ব্যক্তি আহত হয়েছেন। নির্বিচারে গুলির ঘটনার কোন উদ্দেশ্য জানা যায়নি। তবে ভেরাক্রুজে সংগঠিত অপরাধ অব্যাহতভাবে হয়ে থাকে। প্রতিদ্বন্দ্বী মাদক চোরাকারবারি গ্যাংয়ের মধ্যে রক্তাক্ত বন্দুকযুদ্ধ প্রায়ই ঘটে থাকে। গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ভাড়া করা ব্যক্তিরা প্রায়শই মেক্সিকোতে নির্বিচারে গুলির ঘটনা ঘটায়। সিসি সরকারের মেয়াদ বাড়াতে গণভোট মিসরে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সরকারের শাসনকে আরও সুদৃঢ় করতে শনিবার দেশটিতে গণভোট শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ সত্ত্বেও তিন দিনব্যাপী এই ভোট গ্রহণের মধ্যদিয়ে সংবিধান পরিবর্তন অনুমোদন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে আরব বিশ্বের সবচেয়ে বড় এ দেশে সিসির মেয়াদ অন্তত ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হবে। খবর এএফপির। ভোটের পর সংবিধান সংশোধন করে ৬৪ বছর বয়সী সিসি নতুন করে আরও ছয় বছর মেয়াদে দেশ শাসনের সুযোগ পাবেন। এর মাধ্যমে বিচার বিভাগের ওপর তার নিয়ন্ত্রণও আরও বাড়বে এবং এটা সামরিক বাহিনীকে রাজনৈতিক ক্ষেত্রে অধিকতর প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে।
×