ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুসলিম বন্দীর পিঠে ‘ওঁ’ চিহ্ন এঁকে দিয়েছে জেল সুপার

প্রকাশিত: ০৯:০১, ২১ এপ্রিল ২০১৯

মুসলিম বন্দীর পিঠে ‘ওঁ’ চিহ্ন এঁকে দিয়েছে জেল সুপার

দিল্লীর তিহার জেলে একজন মুসলিম বন্দীর পিঠে জোরপূর্বক ‘ওঁ’ চিহ্ন এঁকে দিয়েছেন জেল সুপার। লোহার শিক গরম করে ৩৪ বছর বয়সী বন্দী সাব্বির ওরফে নাবিরের পিঠে ‘ওঁ’ চিহ্ন এঁকে দেয়া হয়। নাবিরের অভিযোগ, এর আগে তাকে জোরপূর্বক উপোস করানো হয়। এরপর গরম শিক দিয়ে তার পিঠে ওম চিহ্ন আঁকা হয় এবং বেদম মারধর করা হয়। খবর দ্য হিন্দু অনলাইনের। এদিকে শুক্রবার দিল্লী আদালতে নাবিরকে পেশ করা হলে তিনি বিচারপতির সামনে জামা খুলে এই চিহ্ন দেখান। প্রায় ছয় ইঞ্চি দীর্ঘ ওই চিহ্নটি নাবিরের বাঁ-কাঁধের একটু নিচে খোদাই করা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জেল কর্তৃপক্ষ। তাদের ব্যাখ্যা যদি জোর করে ওই চিহ্ন খোদাই করা হতো, তাহলে এত সুনিপুণভাবে খোদাই করা যেত না। এরপর আদালত বিষয়টির সুষ্ঠু তদন্তের নির্দেশ দেয়। আদালতে নাবির বলেন, জেল কর্মকর্তা রাজেশ চৌহান আমাকে হিন্দু ধর্মে ধমান্তরিত করতে নবরাত্রিতে উপোস রাখতে বাধ্য করেন। এরপর কয়েকজন মিলে আমাকে মারধরের পর পিঠে এই চিহ্ন আঁকেন। এই ঘটনা তদন্তের জন্য আদালত দিল্লী কারা বিভাগের সহকারী প্রধানের ওপর দায়িত্ব দেন। বিচারপতি বলেন, প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। এছাড়া অন্যান্য বন্দীর জবানবন্দী নেয়া হবে। জেলের বন্দীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি যাতে অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হয়, সেই বিষয়েও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। অবৈধ অস্ত্র সরবরাহের অভিযোগে নাবিরকে আটক রাখা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নাবিরকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি। নাবিরের পিঠে ‘ওঁ’ চিহ্ন আঁকা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে এ ঘটনাকে অমানবিক ও জঘন্য কাজ বলে আখ্যা দিয়েছেন।
×