ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইদলিব চুক্তি বাস্তবায়নে অগ্রগতি চাই ॥ আসাদ

প্রকাশিত: ০৯:০০, ২১ এপ্রিল ২০১৯

ইদলিব চুক্তি বাস্তবায়নে অগ্রগতি চাই ॥ আসাদ

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ শুক্রবার জিহাদী নিয়ন্ত্রিত ইদলিবে বাফার জোন চুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতির জন্য আহ্বান জানিয়েছেন। ৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে নতুন করে যে আলোচনা শুরু হতে যাচ্ছে তা সামনে রেখে বাশার এ আহ্বান জানান।- খবর এএফপির। আসাদ কাজাখস্থানে ২৫-২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য বৈঠকের আলোচ্যসূচী নিয়ে আলোচনা করার জন্য দামেস্কের প্রধান সহযোগী রাশিয়ার দূত আলেক্সান্ডার লাবরেনতিভের সঙ্গে বৈঠক করেন। সিরীয় প্রশাসনের দৃঢ় সমর্থক ইরান ও রাশিয়া এবং বিদ্রোহীদের সমর্থক তুরস্ক এ মধ্যএশীয় দেশটিতে বারবার আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। মস্কোও আঙ্কারা তুর্কী সীমান্তবর্তী ইদলিব অঞ্চলে প্রশাসনের বড় ধরনের আক্রমণ রোধের লক্ষ্যে সেপ্টেম্বরে একটি বাফার জোন চুক্তি করেছিল। কিন্তু আল-কায়েদার শাখা হায়াত তাহরির আল-শাম জানুয়ারিতে অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করলে এবং এলাকাটিতে বোমাবর্ষণ হতে থাকলে চুক্তিটি কার্যকর হয়নি। আসাদ শুক্রবার বৈঠকে জোর দিয়ে বলেছেন, চুক্তি সম্পূর্ণ কার্যকরে বাধাগুলো দূর করতে হবে। তিনি বলেন, চুক্তির প্রধান লক্ষ্য হচ্ছে সন্ত্রাসী গ্রুপগুলো নির্মূল করা। জাতিসংঘ ইদলিবে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্কতা উচ্চারণ করে বলেছে, হঠাৎ সহিংসতা বৃদ্ধির কারণে প্রায় ২৭ লাখ ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক ত্রাণ সরবরাহ হুমকির মুখে পড়েছে।
×