ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইন্দিরা গান্ধীর আদর্শ অনুসরণ করে পথ চলতে চাই

প্রকাশিত: ০৯:০০, ২১ এপ্রিল ২০১৯

ইন্দিরা গান্ধীর আদর্শ অনুসরণ করে পথ চলতে চাই

ভারতীয় কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর সক্রিয় রাজনীতিতে প্রবেশের বয়স বেশিদিন হয়নি। কিন্তু এর অনেক আগে থেকেই ভারতীয়রা প্রিয়াঙ্কার মধ্যে তার দাদি, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পান। কংগ্রেস এমনকি বিরোধী শিবিরের সবাই প্রায় একমত যে প্রিয়াঙ্কার হাঁটাচলা, ভাবভঙ্গী, হাসি এবং আদব-কায়দা প্রায় সবই ইন্দিরার মতো। খবর এনডিটিভি অনলাইনের। গত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা এই জল্পনা নিয়ে শুক্রবার কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি ইন্দিরা গান্ধী নই। তবে আমি তার মতো কাজ করতে চাই। আর ইন্দিরার আদর্শ অনুসরণ করেই আগামীর পথ চলতে চাই। শুক্রবার উত্তর প্রদেশের কানপুরে নির্বাচনী প্রচারের সময় সমর্থকদের এক প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ইন্দিরাজির তুলনায় আমি কিছুই নই। কিন্তু দেশের জন্য সেবা করার যে ইচ্ছা তিনি পোষণ করতেন, সেই একই ইচ্ছা পোষণ করি আমি ও আমার ভাই রাহুল। কেউই আমাদের কাছ থেকে সেই ইচ্ছাটুকু ছিনিয়ে নিতে পারবে না। আপনারা চান বা না চান, আমরা আপনাদের সেবা করে যাওয়ার চেষ্টা করব। ওই বৈঠকে কংগ্রেস সমর্থকরা ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা করে স্লোগান দেয়। এরপর বিরোধী শিবির বিজেপিকে আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন, দেশের নয় বিজেপি কেবল নিজেদের উন্নতি নিয়েই ভাবে। এছাড়া ওদের আর কোন লক্ষ্য নেই। তিনি বলেন, দেখুন একটা কথা মাথায় রাখতে হবে। সরকার দুধরনের হয়। কেউ দেশের কথা ভাবে আর কেউ নিজেদের কথা ভাবে। বিজেপি সরকার এই দ্বিতীয় ধরনের। আত্মপ্রচার ছাড়া ওরা আর কিছু জানে না। এরপর কানপুরে এক বিশাল রোড শোতে অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর মধ্যে তুলনা করে প্রিয়াঙ্কা বলেন, এই দুজনকে ভাল করে দাঁড়িপাল্লায় বসিয়ে দেখুন। একজন কোন কিছুই সহ্য করতে পারেন না, আর অন্যজন প্রায় প্রতিদিনই অকথ্য অপমান সহ্য করে চলেছেন। নরেন্দ্র মোদি রাহুল গান্ধীকে প্রতিদিন অপমান করেন। আমার মা, আমি, আমার দাদিকে নিয়ে প্রতিদিন বাজে কথা বলেন, অথচ রাহুল গান্ধী হাসিমুখে এসব শুনে যান। তিনি নিজেকে প্রতিদিন আগের দিনের থেকেও বেশি উন্নত করার কথা ভাবেন। যারা তার সমালোচনা করছেন তাদের মুখ চেপে ধরার কথা ভাবেন না। একেই বলে রাজনৈতিক প্রজ্ঞা।
×