ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুয়েলারের তদন্ত রিপোর্ট, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

প্রকাশিত: ০৮:৫৯, ২১ এপ্রিল ২০১৯

মুয়েলারের তদন্ত রিপোর্ট, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমাগত নিচের দিকে নামছে বলে বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী প্রতিষ্ঠান ইপসসের করা পরপর তিনটি জনমত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। গত সপ্তাহে করা সর্বশেষ জরিপে ট্রাম্পের গ্রহণযোগ্যতা কমতে কমতে ৩৭ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছে জরিপকারী প্রতিষ্ঠান। চলতি বছরে করা জরিপগুলোর মধ্যে এবারই মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে সাধারণ মানুষের এত কম সমর্থন দেখা গেল। খবর ওয়েবসাইট। ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রিপাবলিকান শিবিরের সঙ্গে রাশিয়ার কোন আঁতাত হয়েছিল কি না, সে বিষয়ে বিচার বিভাগের সম্পাদিত তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে নতুন এ জরিপ করে রয়টার্স/ইপসস। ৪৪৮ পৃষ্ঠার বিস্তারিত ওই প্রতিবেদনে ট্রাম্প শিবির-মস্কো আঁতাতের কোন প্রমাণ পাওয়া না গেলেও তদন্তে বাধা দিতে মার্কিন প্রেসিডেন্ট স্পেশাল কাউন্সিল রবার্ট মুয়েলারকে সরিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন বলে ধারণা দেয়া হয়েছে। ২২ মাসের ওই তদন্তে মুয়েলার কর ফাঁকি, জালিয়াতি, মিথ্যা বলাসহ বিভিন্ন অপরাধে যে ৩৪ জনকে অভিযুক্ত করেছেন, তাদের মধ্যে ট্রাম্পের সাবেক ছয় সহযোগীও আছেন। মার্কিন প্রেসিডেন্ট শুরু থেকেই তার শিবিরের সঙ্গে রাশিয়ার ‘সম্ভাব্য আঁতাতের’ তদন্তকে ‘উইচ হান্টিং’ হিসেবে অভিহিত করে আসছেন। তদন্তের উদ্যোক্তারা তাকে অবৈধ উপায়ে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ তার। ট্রাম্প-রাশিয়া সংযোগ নিয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) তদন্তে প্রেসিডেন্ট বাধা দিয়েছিলেন কি না, মুয়েলারের তদন্তে তাও খতিয়ে দেখার কথা ছিল। মার্চে সারসংক্ষেপ প্রকাশের পর রিপাবলিকান শীর্ষ নেতারা বিচার বিভাগের এ তদন্ত প্রতিবেদন নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন। ‘ কোন আঁতাত হয়নি, বাধাও দেয়া হয়নি। চূড়ান্ত ও পূর্ণাঙ্গ দায়মুক্তি,’ বলেছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার কংগ্রেসে মুয়েলারের ৪৪৮ পাতার ‘সম্পাদিত ও পূর্ণাঙ্গ’ তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে স্পেশাল কাউন্সিল লিখেছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধ করেছেন- এরকম কোন উপসংহার এই প্রতিবেদন টানছে না। তবে এই প্রতিবেদন তাকে দায়মুক্তিও দিচ্ছে না।’ ওইদিন সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে জরিপ করে রয়টার্স/ইপসস। জরিপে অংশ নেয়া ১০০৫ জনের মধ্যে ৯২৪ জনই মুয়েলারের প্রতিবেদনের বিষয়ে অবগত বলে জানিয়েছেন। জরিপে ট্রাম্পের প্রতি এখন মাত্র ৩৭ শতাংশ মার্কিনীর আস্থার বিষয়টি ওঠে এসেছে। অংশ নেয়া অর্ধেকের মতে- ‘২০১৬ সালের নির্বাচনকে প্রভাবিত করতে ট্রাম্প কিংবা তার শিবিরের কেউ না কেউ রাশিয়ার সঙ্গে কাজ করেছিলেন’। ৫৮ শতাংশের ধারণা মার্কিন প্রেসিডেন্ট ‘রাশিয়া সংযোগ’ বিষয়ক তদন্ত বন্ধে চেষ্টা করেছিলেন। জরিপে অংশ নেয়া ৪০ শতাংশ ট্রাম্পকে এখনই সরিয়ে দেয়ার পক্ষে। অবশ্য ৪২ শতাংশ বলছেন উল্টোটা। মার্চে মুয়েলারের তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশের পর হওয়া জনমত জরিপে ট্রাম্পের পক্ষে জনসমর্থন দেখা গিয়েছিল ৪৩ শতাংশ; এপ্রিলের ১৫ তারিখের জরিপে এ হার নেমে যায় ৪০ শতাংশে। এসব জরিপে মার্কিনীদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত দূরত্বের বিষয়টি স্পষ্ট হয়েছে। ডেমোক্র্যাট সমর্থকরা প্রেসিডেন্টকে তুলোধুনা করলেও বেশিরভাগ রিপাবলিকান যে এখনও ট্রাম্পেই আস্থাশীল তাও বোঝা যাচ্ছে, বলছেন তারা।
×