ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফারিহা-মুমিনুলের বিয়ে, কক্সবাজারে মিষ্টি বিতরণ

প্রকাশিত: ১২:০১, ২০ এপ্রিল ২০১৯

 ফারিহা-মুমিনুলের বিয়ে, কক্সবাজারে মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারের সন্তান বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ ও ফারিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঢাকার মিরপুরের ডিওএইচএসের বাসিন্দা ফারিহা বাশারের সঙ্গে মুমিনুল ঘর বাঁধলেন। দেশের জন্য নানা সুনাম বয়ে এনেছে কক্সবাজারের সন্তান মুমিনুল। শুক্রবার রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে মুমিনুল-ফারিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। মুমিনুল ও ফারিহার পরিবারের সম্মতির ভিত্তিতেই এ বিয়ে সম্পন্ন হয়েছে। তবে আগে থেকেই মুমিনুলের সঙ্গে ফারিহার জানাশোনা ছিল। ফারিহা মিরপুরের রানা আবুল বাশার ও তাসলিমা ইসলামের দ্বিতীয় মেয়ে। মুমিনুল শহরের বৈদ্যরঘোনা এলাকার নাজমুল হক ও মালেকা জয়নাবের পুত্র। বিশ্বের দীর্ঘতম সমুদ্র শহরে জন্ম নেয়া মুমিনুল হক সৌরভের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১২ সালের মার্চে। মুমিনুলই বাংলাদেশ দলের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টের দুই ইনিংসে পরপর সেঞ্চুরি করেন। মুমিনুল ফারিহার শুভ বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জেনে অত্যন্ত খুশি হয়েছেন কক্সবাজারের বাসিন্দারা। বিশেষ করে ক্রীড়ামোদী ও মুমিনুলের স্বজনরা খুশি মনে দু’হাত তুলে মুমিনুলের জন্য দোয়া করছেন। জানা গেছে, শুক্রবার বিকেলে ক্রীড়ামোদীরা কক্সবাজার স্টেডিয়ামে মিষ্টি বিতরণ করেছেন।
×