ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যাজার্ডের প্রশংসায় জোলা

প্রকাশিত: ১১:৫৮, ২০ এপ্রিল ২০১৯

 হ্যাজার্ডের প্রশংসায় জোলা

স্পোর্টস রিপোর্টার ॥ ইডেন হ্যাজার্ডের প্রশংসায় পঞ্চমুখ চেলসির সহকারী কোচ জিয়ানফ্র্যাঙ্কো জোলা। বেলজিয়ামের এই তারকা ফরোয়ার্ডকে ইংলিশ ক্লাবটির সেরা বিদেশী খেলোয়াড় হিসেবে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে জোলা বলেন, এ বিষয়ে কোন সন্দেহ নেই যে হ্যাজার্ড শীর্ষসারির খেলোয়াড়। সে অবিশ্বাস্য এক খেলোয়াড়। তার সঙ্গে যতই সময় কাটিয়েছি ততই তার কাছে যাওয়ার চেষ্টা করেছি। যে কারণেই তাকে খেলোয়াড় হিসেবে সবসময়ই আমি খুব প্রশংসা করি। শুধু খেলোয়াড় কেন ছেলে হিসেবেও সে অনেক ভাল। অথচ হ্যাজার্ডের চেলসি ছাড়ার বিষয়টা প্রায় পাকাপোক্ত বলে ব্রিটিশ গণমাধ্যমের গুঞ্জন। রাশিয়া বিশ্বকাপের পরেই গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদে যাচ্ছেন হ্যাজার্ড। বার্নাব্যু ছেড়ে রোনাল্ডো চলে যাওয়ায় সেই গুঞ্জন প্রবল হয়। হ্যাজার্ড নিজেও রিয়ালে আসতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু বাদ সাধে টাকা-কড়ি। চেলসি ২০০ মিলিয়ন ইউরো দাবি করে বসে। যে কারণে শেষ পর্যন্ত তাই রিয়ালে যাওয়া হয়নি বেলজিয়াম তারকার। এরপর জিদান রিয়ালের কোচ হয়ে আসায় আবার সেই গুঞ্জনে ডাল-পালা মেলে। জিদান জানান, হ্যাজার্ডকে তার পছন্দ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জিদান বলেন, তাকে আমার পছন্দ এর বেশ কিছু না। কিন্তু মার্কার খবর অনুযায়ী আগামী মৌসুমের শুরুতে রিয়ালের জার্সি গায়ে চাপাচ্ছেন হ্যাজার্ড। ছয় মৌসুমের জন্য তার সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি হচ্ছে বলেও উল্লেখ করেছে। আর চুক্তির ব্যাপারে রিয়াল মাদ্রিদ, চেলসি এবং হ্যাজার্ড নিজে সমঝোতায় এসেছেন। গত মৌসুমে হ্যাজার্ডকে না ছাড়লেও সারি চেলসির দায়িত্ব নিয়ে বলেন, ক্লাব ছাড়তে চাইলে হ্যাজার্ডের জন্য দরজা খোলা। এরপর হ্যাজার্ডকে ধরে রাখা চেলসির জন্য কঠিন ছিল। তবে ২৮ বছরে বয়সী হ্যাজার্ডের জন্য রিয়াল কত অর্থ খরচা করছে তার কোন ইঙ্গিত অবশ্য মার্কা দেয়নি। তারজন্য যে বড় বাজেট রাখতে হবে তা নিয়ে অবশ্য কোন সন্দেহ নেই। হ্যাজার্ড ২০১২ সাল থেকে চেলসির হয়ে খেলছেন। ক্লাবের হয়ে তিনি ২৩৯ ম্যাচ খেলে গোল করেছেন ৮৩টি। তার আগে ফ্রান্স ক্লাব লিলিতে পাঁচ মৌসুম (২০০৭-১২) কাটিয়েছেন তিনি। সেখানে ১৪৭ ম্যাচে তার গোল ৩৬টি।
×