ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয়বার গ্রিনেস বুকে মাগুরার ফয়সাল

প্রকাশিত: ১১:৪৪, ২০ এপ্রিল ২০১৯

  দ্বিতীয়বার গ্রিনেস বুকে মাগুরার ফয়সাল

মাগুরার সন্তান মাহমুদুল হাসান ফয়সাল (১৭) দ্বিতীয় বার গ্রিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছে। তিনি ফ্রি স্টাইল বাস্কেটবল নিয়ে কসরত দেখিয়ে ২য় বারের মতো এই রেকর্ড গড়েছে। তিনি মাত্র ৬০ সেকেন্টে (১ মিনিটে) ১৪৪ বার বাস্কেটবল দুই হাতের মধ্যে ঘুরিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে। গত বছর ২০১৮ সালে ফুটবল দুই হাতের মধ্যে ১৩৪ বার ফুটবল ঘুরিয়ে তিনি প্রথমবার গ্রিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছিল। ফয়সালকে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। ফয়সাল মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহেল রানার পুত্র। দুই ভাই বোনের মধ্যে ছোট ফয়সাল মাগুরা পলিটেকনিকের মেকাটনিকস টেকনোলজির ৪র্থ বর্ষের ছাত্র। মাহমুদুল হাসান ফয়সাল বলেন, সম্প্রতি গ্রিনেজ কর্তৃপক্ষ এই রেকর্ডের কথা জানিয়েছে। ফয়সাল ৭মাস দৈনিক ১৫/১৬ঘণ্টা প্রাকটিস করেছিল। -সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×