ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ এক হুজুর আটক

প্রকাশিত: ১০:৫৮, ২০ এপ্রিল ২০১৯

 ইয়াবাসহ এক হুজুর আটক

স্টাফ রিপোর্টার ॥ মহল্লায় সবাই তাকে জানে বড়হুজুর হিসেবেই। নিয়মিত মসজিদে ইবাদত বন্দেগি আর লোকজনকে মাসালা শোনানোর কাজে ব্যস্ত সময় কাটে তার। অথচ এই হুজুরের বাসায় অভিযান চালিয়ে যখন বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ তাকে আটক করা হয়-তখন সবার চোখ চড়ক গাছ। একি দেখলাম হুজুরও ইয়াবা কারবারে জড়িত ? আর বাকি রইল কে-এমন সব বিস্ময়সূচক প্রশ্নবাণে জর্জরিত অভিযানে নেতৃত্বে দেয়া মাদক পরিদর্শক শামসুল কবির। শুক্রবার বিকেলে রাজধানীর হাজারীবাগ এলাকার ১২৪/২৪ বসিলা মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আটক করা হুজুরের নাম নুুুরুল হক (৩৫)। এ সময় তার কাছ ঘর থেকে উদ্ধার করা হয় ২০৫০ পিস ইয়াবা। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, এই ইয়াবা আনা হয় মুগদার আবদুুর রহিম নামের এক সাংবাদিকের কাছ থেকে। মাদক পরিদর্শক শামসুল কবির হুজুর নুরুল হককে দিয়েই মুগদা থেকে ইয়াবার একটা চালান এনে দেখাতে বলেন। হুজুর তাৎক্ষণিক ফোনে অর্ডার দিলে মাদক রহিম জানায়, ১৫ শত পিস ইয়াবা রেডি আছে। এরপর হুজুরকে নিয়ে মাদক টিম অভিযান চালায় মুগদার ৫০/৪ মানিকনগর ওয়াসা রোডের বাাড়িতে। সেখান থেকে হাতেনাতে ১৫শত পিস ইয়াবাসহ আটক করা হয় রহিমকে যে নিজেকে দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার জয়েন্ট ক্রাইম এডিটর হিসেবে পরিচয় দেয়। এ সম্পর্কে শামসুল কবির জানান, রহিমের বাসা এতটা নিরাপদ বেষ্টনীতে গড়া যে কারও পক্ষে সহজে প্রবেশ কঠিন। বাসার চারদিকে সিসি ক্যামেরা লাগানো যা তার মোবাইল ফোনের সঙ্গে কানেক্টেড। সে বাসার বাইরে অবস্থান করেও বাসার চারপাশে কারা ঘোরাফিরা করে সবই সব সময় পর্যবেক্ষণে রাখে। এভাবে নিরাপদ পরিবেশে নিশ্চিন্তে ইয়াবার কারবার চালিয়ে আসছেন দীর্ঘদিন। হুজুর নুরুল হক সম্পর্কে তিনি বলেন, এমন একজন নুরানী চেহারার হুজুর ইয়াবার কারবার করতে পারেন এটা আমার নিজের কাছেও অবিশ্বাস্য ঠেকছে। তার ঘরে যখন অভিযান চালাই তখন তার স্ত্রীকে হিজাব ও নেকাব পরিহিত অবস্থায় দেখা গেছে। মহল্লার সবাই তাকে বড়হুজুর হিসেবেই চেনেন। কিন্তু ইয়াবার চালান দেখে তারা তাজ্জব বনে গেছেন। তাদের দুজনের বিরেুদ্ধেই হাজারীবাগ ও মুগদা থানায় মামলা হয়েছে। রাজধানীতে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার ॥ রাজধানীর ধানমন্ডি ও মুগদা থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। গ্রেফতারকৃতরা হচ্ছে, আব্দুর রহিম ও নুরুল হক। শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক খোরশেদ আলম জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ধানমন্ডি বাসিন্দা নুরুল হককে প্রথমে গ্রেফতার করা হয়। খোরশেদ আলম জানান, পরে তাকে নিয়ে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি বাসা থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মুগদা থেকে সাংবাদিক আব্দুর রহিমকে ১৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃত আব্দুর রহিম নিজেকে দৈনিক তরুণ কণ্ঠের যুগ্ম সম্পাদক (ক্রাইম) বলে দাবি করেছে।
×