ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্কিন রাষ্ট্রদূতের চট্টগ্রাম সফর

প্রকাশিত: ০৯:৪৬, ২০ এপ্রিল ২০১৯

 মার্কিন রাষ্ট্রদূতের চট্টগ্রাম সফর

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারের চার দিনের চট্টগ্রাম সফরের শুক্রবার ছিল শেষ দিন। গত ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিনি চট্টগ্রাম সফর করেন। দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এগিয়ে নেয়া এবং দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা ছিল তার এ সফরের উদ্দেশ্য। চট্টগ্রামে রাষ্ট্রদূত মিলার যুক্তরাষ্ট্রের বেসরকারী জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট’ পরিদর্শন করেন। বঙ্গোপসাগরে নির্মিত ‘এক্সিলারেট’ এর ফ্লোটিং স্টোরেজ এ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) চট্টগ্রামের ৬০ লাখ অধিবাসী ও এর সমগ্র শিল্প এলাকার জন্য বিদ্যুত উৎপাদন করতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে। -বাসস
×