ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ কবি লিলি হকের জন্মদিন

প্রকাশিত: ০৯:৪৬, ২০ এপ্রিল ২০১৯

 আজ কবি লিলি হকের জন্মদিন

আজ শনিবার কবি লিলি হকের জন্মদিন। এ উপলক্ষে জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক-২০১৯’ প্রদান, কবিতা পাঠ, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন কথা সাহিত্যিক, প্রাবন্ধিক হাসনাত আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, প্রধান আলোচক সাহিত্যিক আলী ইমাম। অনুষ্ঠান উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। নেত্রকোনার মেয়ে লিলি হক লিখেছেন দীর্ঘদিন ধরে। ৭০-এর দশকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তার প্রথম লেখা প্রকাশিত হয়। অরণ্য আমার অরণ্য, মধ্যরাতের খোলা চিঠি, আকাশ আমি ভালো নেই, তোমরা সবাই কেমন আছ, আধোফোটা গোলাপ আমার, জয়িতা ফুলের হাসিতে, সিলেকটেড পোয়েমস (প্রফেসর কবির চৌধুরী অনূদিত) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। বহু পুরস্কারে ভূষিত সমাজসেবায় নিবেদিত প্রাণ আবৃত্তিকার কবি লিলি হক নিজ উদ্যোগে গড়ে তুলেছেন নেত্রকোনা জেলার নিভৃত পল্লী বাট্টায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল, নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, সেলাই মেশিন প্রদান, বিনামূল্যে বই বিতরণ প্রকল্প ও একটি গ্রন্থাগার। -বিজ্ঞপ্তি
×