ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে তিন বছরের প্রজেক্ট ঘোষণা করুন ॥ শাজাহান খান

প্রকাশিত: ০৯:৪৬, ২০ এপ্রিল ২০১৯

 পরিবহন সেক্টরে  শৃঙ্খলা আনতে  তিন বছরের  প্রজেক্ট ঘোষণা  করুন ॥  শাজাহান খান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়কের জন্য ৩ বছরের প্রজেক্ট ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সড়কে শৃঙ্খলা আনয়ন কমিটির আহ্বায়ক শাজাহান খান এমপি। তিনি বলেন, অনেকে প্রকৃত সমস্যা ও সমাধানের বাস্তবতা না বুঝে পরিবহন শ্রমিকদের দায়ী করে থাকেন। খুনের মামলায় ফাঁসির আইন যেমন রয়েছে, তেমনিভাবে সড়ক দুর্ঘটনাও একটি প্রাতিষ্ঠানিক ও বহুপক্ষীয় সমস্যা। পরিবহন শ্রমিকদের ফাঁসিতে ঝুলিয়ে এ সমস্যার সমাধান হবে না। শুক্রবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চালিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা’র সভাপতিত্বে আঞ্চলিক কমিটির মতবিনিময় সভায় সাবেক মন্ত্রী শাজাহান খান কথাগুলো বলেন। নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, জাতীয়ভাবে প্রশিক্ষিত চালক তৈরির উদ্যোগ গ্রহণ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী তিন বছরের মধ্যে এক লক্ষ প্রশিক্ষিত চালক সৃষ্টি করতে হবে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫ দফা সুপারিশের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে শাজাহান খান প্রধানমন্ত্রীর সুপারিশ বাস্তবায়নে যারা কোন উদ্যোগ নেননি তাদেরও শাস্তির দাবি জানান।
×