ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাইকে অপহরণ ॥ ছাত্র উদ্ধার, হোতাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৯:৩৮, ২০ এপ্রিল ২০১৯

 ভাইকে অপহরণ ॥ ছাত্র  উদ্ধার, হোতাসহ   গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে অপহৃত ৭ম শ্রেণীর ছাত্র ফাহাদ জামিলকে (১৪) মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা অপহৃতের বড়ভাই মারুফ জামিলকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এছাড়াও অপহরণ চক্রের সক্রিয় সদস্য জিসান ওরফে মহসিন (১৮) ও সোহান শেখকে (২১) গ্রেফতার করা হয়। আপন ছোটভাইকে অপহরণ করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১এর নারায়ণগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ জেলার সদর থানার মীরকাদিম পৌরসভার নগর কসবা এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে। শুক্রবার বিকেলে র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে আরও জানায়, গত বুধবার সকালে ৭ম শ্রেণীর ছাত্র ফাহাদ জামিলকে স্কুল থেকে বাসা যাওয়ার পথে সদর মডেল থানার নারায়ণগঞ্জ হাইস্কুল এলাকা হতে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃতকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন স্থানে আটক করে রেখে মোবাইল ফোনের মাধ্যমে তার পিতার কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ চক্রের মূল পরিকল্পনাকারী নিজেকে পর্দার আড়ালে রাখার জন্য জিসান ওরফে মহসিন ও সোহান শেখের সহযোগিতা নেয়। অন্যদিকে মূলহোতা মারুফ জামিল নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখে মা-বাবার কাছে বিশ্বস্ততা অর্জনের জন্য নিজের ছোটভাইয়ের নিখোঁজ সংক্রান্ত বিষয়ে নিজেই বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। এছাড়াও র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ বরাবর নিজের ছোটভাইয়ের অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে।
×