ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী কেলেঙ্কারি ॥ শ্রীঘরে ইউপি সদস্য

প্রকাশিত: ০৯:৩৭, ২০ এপ্রিল ২০১৯

 নারী কেলেঙ্কারি ॥  শ্রীঘরে ইউপি সদস্য

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নারী কেলেঙ্কারিতে এক নারীসহ জনগণের হাতে ধরা পড়েছে নীলফামারী সদর বড়ডাঙ্গা জামে মসজিদের সেক্রেটারি ও রামনগর ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ হোসেন (৫০)। শুক্রবার দুপুরে তাকেসহ আটক নারীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনা এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে দ্রুত-খেঁকশিয়াল এখন শ্রীঘরে। এলাকাবাসী জানায়- আশরাফ হোসেন ইউনিয়নের বিশমুড়ি চাঁদেরহাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদেও চাকরি করেন। পাশাপাশি একটি রাজনীতি দলের নেতাও বটে। বহু পদবিতে নিজের প্রচার ছড়িয়ে অসামাজিক কার্যকলাপ করে আসছিল। ঘরে স্ত্রী ও সেনাবাহিনীতে কর্মরত তার বড় ছেলে। এ অবস্থায় তিনি ইউনিয়নের এক বিধবা নারীর (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এলাকাবাসী জানায়, ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর পরই কালো বোরকাপরা এক নারীকে নিয়ে রামনগর ইউনিয়ন পরিষদের একটি রুমের প্রবেশ করে আশরাফ হোসেন। অসামাজিক কার্যকলাপ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
×