ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৭, ২০ এপ্রিল ২০১৯

 টঙ্গীতে পানিতে ডুবে দুই  শিক্ষার্থীর  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৯ এপ্রিল ॥ শুক্রবার দুপুরে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বটতলায় পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে মোফাজ্জল হোসেনের ছেলে মামুনুর রশিদ (১০), জাহাঙ্গীর আলমের কন্যা টুনি আক্তার (৮)। নিহতরা পুকুরের পাশের বাড়িতে বসবাস করত। স্থানীয় অলিউর রহমান অলি নামে এক ব্যক্তি জানান, জুমার নামাজের সময় ওই দুই স্কুল শিক্ষার্থী সবার অজান্তে পুকুরঘাটে বসে গোসল করতে থাকে। এক পর্যায়ে তাদেরকে পুকুরঘাটে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ও তাদের আত্মীয়স্বজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করা হয়। অলিউর রহমান অলি জানান, নিহত মামুনুর রশিদের দেশের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রগুনাথপুর গ্রামে। টুনি আক্তারের দেশের বাড়ি নেত্রকোনা জেলায়। তারা স্থানীয় লুৎফর এবং লতিফের বাড়ির ভাড়া বাসায় থাকত। ভূঞাপুরে যমুনায় ডুবে দুই শিশুর মৃত্যু সংবাদদাতা ভূঞাপুর, টাঙ্গাইল থেকে জানান, যমুনা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দাসীর যমুনা নদীর চিতুলিয়াপাড়া অংশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চিতুলিয়াপাড়া গ্রামের মোহন আলীর মেয়ে ঋতু (৫) ও একই গ্রামের সুমনের মেয়ে ছোঁয়া আক্তার (৬)। সম্পর্কে তারা চাচাত বোন। নিহত শিশু ঋতুর বাবা মোহন আলী বলেন, আমার মেয়ে ও ছোট ভাই সুমনের মেয়ে প্রতিদিনের মতো খেলা করতে নদীরপাড়ে যায়। দীর্ঘসময় বাড়িতে না আসায় তাদের খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে স্থানীয়রা নদীতে ঋতুকে ভাসতে দেখে উদ্ধার করে। এসময় ছোঁয়াকেও পানির নিচ থেকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
×