ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদমদীঘিতে ৩ আরোহীকে গাছের সঙ্গে বেঁধে বাইক ছিনতাই

প্রকাশিত: ০৯:৩৪, ২০ এপ্রিল ২০১৯

 আদমদীঘিতে ৩  আরোহীকে  গাছের সঙ্গে বেঁধে বাইক  ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৯ এপ্রিল ॥ আদমদীঘিতে পথরোধ করে মোটরসাইকেলের তিন আরোহীকে গাছের সঙ্গে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুরইল-রায়কালী সড়কের বটতলী নামক স্থানে। জানা গেছে, আদমদীঘি উপজেলা পাশের আক্কেলপুর উপজেলার খসলাপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে গোলাম মওলা বৃহস্পতিবার ঢাকা থেকে এসে রাত তিনটার দিকে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডে নামে। তাকে বাড়িতে নিয়ে যাবার জন্য মোটসাইকেল নিয়ে আসে মওলার স্বজন দাসড়া গ্রামের নুর ইসলামের ছেলে নাহিদ ও বিনাহালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে জামাল। তারা রাত সাড়ে ৩টার দিকে মুরইল-রায়কালী সড়কের বিনাহালী গ্রামের বটতলী নামক স্থানে পৌঁছলে, সেখানে রাস্তায় দড়ি দিয়ে পথরোধ করে রাখার ঘটনা দেখতে পায়। মোটরসাইকেল আরোহীরা ব্যারিকেট দেখে জোরে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে জখম হয়। ছিনতাইকারীরা আহত মোটরসাইকেল আরোহীদের গাছের সঙ্গে বেঁধে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আদমদীঘি থানার টহল পুলিশ গিয়ে বেঁধে রাখা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।
×