ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইটি বিশ্ব সংবাদ

প্রকাশিত: ০৯:২৭, ২০ এপ্রিল ২০১৯

 আইটি বিশ্ব সংবাদ

প্রথমবারের মতো উড়ল স্পেসএক্স-এর স্টারশিপ রকেট প্রথমবারের মতো স্পেসএক্স-এর স্টারশিপ রকেট উৎক্ষেপণের কথা টুইট বার্তায় নিশ্চিত করেছেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক। টুইট বার্তায় মাস্ক বলেন, ‘স্টারহপার প্রথম উড্ডয়ন শেষ করেছে। সব ব্যবস্থা সবুজ সংকেত পেয়েছে।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্টারশিপ রকেট বানানোর প্রাথমিকধাপে রয়েছে স্পেসএক্স। ‘সুপার হেভি’ নামের বিশাল বুস্টারযুক্ত স্টারশিপ রকেট ব্যবহার করে চাঁদ, মঙ্গল গ্রহসহ অন্যান্য গ্রহে ১০০ জন পর্যন্ত যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পুরোপুরি পুনব্যবহারযোগ্য করেই বানানো হচ্ছে রকেটটির উৎক্ষেপণ ব্যবস্থা। রকেট নিয়ে মাস্কের লক্ষ্য পূরণ করতে প্রয়োজনীয় নক্সা এবং প্রযুক্তির মূলে থাকবে স্টারশিপের ‘হপার’ সংস্করণটি। মহাকাশ যাত্রাকে সাধারণ প্লেনে ভ্রমণের মতো করাই মাস্কের লক্ষ্য। স্টারশিপ রকেটের জন্য র‌্যাপটর নামে পরবর্তী প্রজন্মের ইঞ্জিনও বানাচ্ছে স্পেসএক্স। প্রোটোটাইপ স্টারশিপে ব্যবহার করা হয়েছে একটি র‌্যাপটর ইঞ্জিন। ইন্টারনেট সেবায় আসছে এ্যামাজনের ৩০০০ স্যাটেলাইট দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে তিন হাজারের বেশি স্যাটেলাইটের নেটওয়ার্ক বানাতে যাচ্ছে অ্যামাজন। ‘প্রজেক্ট কুইপার’-এর আওতায় এই সেবা চালু করা হবে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে স্যাটেলাইটগুলো ছাড়া হবে। এতে বিশ্বের যেসব অঞ্চলের মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেটের মৌলিক এ্যাকসেসও পায় না তারা কম বাধায় দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ পাবেন। আগের মাসেই ইউনাইটেড নেশন’স ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নে প্রকল্পের বিস্তারিত জানিয়ে নথি জমা দিয়েছে এ্যামাজন। এই স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পে ইলন মাস্কের স্পেসএক্স এবং এয়ারবাসের ওয়ানওয়েবের সঙ্গেও জোরালো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এ্যামাজনকে। ইতোমধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ওয়ানওয়েব। প্রথাগত যোগাযোগ স্যাটেলাইটের বদলে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে শত শত বা হাজারো ক্ষুদ্র স্যাটেলাইট দিয়ে ডেটা নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে কাজ করছে স্পেসএক্স, লিওস্যাট এন্টারপ্রাইজ এবং কানাডার টেলিস্যাট। লেজার প্রযুক্তি এবং এবং কম্পিউটার চীফ উন্নত হওয়ায় এটি সম্ভব হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্যাটেলাইট গুচ্ছের মধ্যে কিছুসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলতি বছরের শুরুতে কানাডা’র টেলিস্যাটের সঙ্গে চুক্তি করেছে এ্যামাজন প্রধান জেফ বেজোসের রকেট প্রতিষ্ঠান ব্লু অরিজিনও। আইওএস-এ এলো হোয়াটসএ্যাপ বিজনেস বিশ্বজুড়ে আইওএস গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে হোয়াটসএ্যাপ বিজনেস। হোয়াটসএ্যাপের এই সংস্করণের মাধ্যমে গ্রাহকের সঙ্গে যুক্ত হতে পারে ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। আগের মাসেই নির্দিষ্ট কিছু দেশের আইওএস গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয় বিনামূল্যের এই এ্যাপটি। আর আগের বছরই এ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে হোয়াটসএ্যাপ বিজনেস। হোয়াটসএ্যাপ বিজনেস এ্যাপে ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রোফাইল তৈরি করতে পারে। এতে প্রতিষ্ঠানের ইমেইল বা স্টোরের ঠিকানাও দেয়া থাকে। আর গ্রাহকের সঙ্গে যোগাযোগ ঠিক রাখতে বিভিন্ন আয়োজনে শুভেচ্ছাও জানানো যায় এ্যাপটির মাধ্যমে। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, হোয়াটসএ্যাপ ওয়েব ইন্টারফেসেও সমর্থন করবে ব্যবসায়িক এই সংস্করণটি। হোয়াটাএ্যাপ বিজনেস ছাড়াও বড় প্রতিষ্ঠানগুলোর জন্য হোয়াটএ্যাপ বিজনেস এপিআই সেবা রয়েছে প্রতিষ্ঠানটির। অবশ্য, এই সেবার জন্য মূল্য দিতে হয় প্রতিষ্ঠানগুলোকে। হোয়াটসএ্যাপ বিজনেস এপিআইয়ের মাধ্যমে গ্রাহকদের বোর্ডিং পাসের মতো নোটিফিকেশন এবং রসিদ পাঠানোর পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া যায়। আপাতত শুধু ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, ভারত, মেক্সিকো, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে হোয়াটসএ্যাপ বিজনেস। সামনের সপ্তাহগুলোতে বিশ্বের অন্যান্য দেশেও এটি উন্মুক্ত করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফ্রি কলার টিউন ও টকটাইম দিচ্ছে ওয়ালটন বিনামূল্যের কলার টিউন সেট করলেই ফ্রি টকটাইম দিচ্ছে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটির এয়ার কন্ডিশনারের বিভিন্ন তথ্যমূলক এই কলার টিউন নিজেদের মোবাইলে সেট করে তাৎক্ষণিকভাবে গ্রাহকরা ১০ টাকার ফ্রি টকটাইম পাবেন। ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জাকির জানান, প্রাথমিকভাবে মোবাইল অপারেটর এয়ারটেল এবং রবির গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য সব অপারেটরের গ্রাহকদের জন্য অফারটি দেয়া হবে। তিনি জানান, বিনামূল্যের কলার টিউন সেট করতে এয়ারটেলের গ্রাহকদের *৭৮৮*৫৭৪# লিখে ডায়াল করতে হবে। আর রবির গ্রাহকরা *৮৪৬৬*৫৭৪# নম্বরে ডায়াল করে এই সুবিধা নিতে পারবেন। কলার টিউনটি ব্যবহার করার জন্য গ্রাহকের মোবাইল ব্যালেন্স থেকে কোন টাকা কাটা যাবে না। উপরন্তু, বিনামূল্যের এই কলার টিউন সেট করে উপহার হিসেবে প্রতিমাসে ১০ টাকার টকটাইম পাবেন তারা। থাকছে অটো রিনিউয়ালের সুযোগ। সেক্ষেত্রে পরবর্তী ৬ মাস পর্যন্ত গ্রাহক বিনামূল্যের কলার টিউনটি উপভোগের পাশাপাশি প্রতিমাসে ১০ টাকা করে মোট ৬০ টাকার ফ্রি টকটাইম পাবেন। এইচপি ব্যান্ডের ল্যাপটপ ও প্রিন্টারে বিশেষ অফার ডিজিটালব্রিজ থেকে এইচপি ব্যান্ডের ল্যাপটপ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন নিউইয়র্ক, ব্যাংকক অথবা কলকাতা ঘুরে আসার সুযোগ অথবা সানগ্লাস, ঘড়ি, ছাতা, পেন-ড্রাইভসহ যে কোন একটি উপহার। আর থিংক ট্যাঙ্ক ডেক্সজেট ৩১৫ ও ৪১৫ প্রিন্টারে পাবেন নিশ্চিতভাবে ৭০০ টাকার প্রাইজবন্ড। কার্টিজ এ পাবেন ৩০০টাকার কেএফসি কুপন। আইডিবি ভবনের ২য় তলার ১১৮নং এবং মাল্টিপ্লান সেন্টারের ৪র্থ তলার ৪২৫ নং ডিজিটালব্রিজের আউটলেট থেকে অফারসহ পণ্য ক্রয় এর সুযোগ পাবেন। যোগাযোগ : ০১৭০৬৬৬২৯৪১, ০১৭৩৯৩০১৫৪৯, ৯১৮৩৩৩০ বিস্তারিত: www.digitalbridgebd.com
×