ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল সেন্টারে সেবা নিতে আসা গ্রাহকরা দুর্ভোগে পড়েছে

প্রকাশিত: ০৯:২৬, ২০ এপ্রিল ২০১৯

 ডিজিটাল সেন্টারে সেবা নিতে আসা গ্রাহকরা দুর্ভোগে পড়েছে

জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট ॥ পল্লী বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় হারাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি দীর্ঘ ২১ দিন ধরে বন্ধ রয়েছে। কবে খুলবে নিশ্চয়তা নেই। ৭০ হাজার টাকা বিদ্যুত বিল বাকি। সেবা নিতে আসা শত শত গ্রাহকরা দুর্ভোগে পড়েছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে সর্বপ্রথম দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নারী ও একজন করে পুরুষ উদ্যোক্তার মাধ্যমে একটি করে ডিজিটাল সেন্টার স্থাপন করেন। এইসব ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইউনিয়নের সাধারণ মানুষ নানা নাগরিক সেবা পেয়ে আসছে। সেবাসমূহ হচ্ছে, জন্ম সনদ, মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ, চেয়ারম্যান মেম্বারদের বিভিন্ন প্রত্যয়নপত্র, মোবাইল ব্যাংকিং, যাবতীয় অনলাইন কাজ, স্কাইফ সেবা, জমির খতিয়ান, ছবি তোলা, অনলাইন রেজিস্ট্রেশন, বিশ্ব বিদ্যালয়ে ভর্তির আবেদন, ছবি লেমেনেটিং, কম্পিউটার কম্পোজ, স্কুল কলেজের প্রশ্নপত্র তৈরি, ই-মেইল সেবা, ই-মেইল এ্যাকাউন্ট খোলা, ব্যাংক লেনদেন, পাসপোর্টের আবেদন, ভিসার আবেদন, চাকরির তথ্য, মাল্টি মিডিয়ার সেবা, জাতীয় পরিচয়পত্রের সেবা, কম্পিউটার প্রশিক্ষণ, উচ্চক্ষমতা সম্পূর্ণ ইন্টারনেট ব্যবহারসহ প্রায় দুইশত প্রকার নাগরিক সেবা ডিজিটাল সেন্টার হতে গ্রাহকরা সেবা পেয়ে থাকেন। লালমনিরহাট জেলা সদরের হারাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি ভালভাবেই চলে আসছিল। এই ইউনিয়নের চেয়ারম্যান পল্লী বিদ্যুত সমিতির কাছে ৭০ হাজার টাকা বিদ্যুত বিল বকেয়া করে ফেলে। ফলে গত ২৬ মার্চ ’১৯ পল্লী বিদ্যুত সমিতি ইউনিয়ন পরিষদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ চত্বরে বিদ্যুত নেই। ফলে হারাটি ইউনিয়ন ডিজিটার সেন্টারটি (তথ্য সেবা কেন্দ্রটি) দীর্ঘ ২১দিন ধরে বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুত সমিতির পক্ষে জানায়, বিদ্যুত বিল পরিশোধ না করা পর্যন্ত সংযোগ দেয়া সম্ভব নয়। এদিকে হারাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার (তথ্য সেবা কেন্দ্র) বন্ধ থাকায় শত শত নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে। হারাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোছাঃ ফেন্সি খাতুন ও এ কে এম ওয়াজেদ কবির জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুত সংযোগ না থাকায় ডিজিটাল সেন্টারটি বন্ধ রাখতে হচ্ছে। কোন আয়ের উৎস নেই। তাই পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন যাচ্ছে। দ্রুত বিদ্যুত বিল পরিশোধের দাবি জানান। হারাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বন্ধ থাকা প্রসঙ্গে ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করার মতো অর্থ বরাদ্দ নেই। এ ছাড়াও ডিজিটাল সেন্টারের কাজের অর্থ ইউনিয়ন পরিষদ ব্যয় করবে কেন। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী জানান, হারাটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বন্ধ থাকার খবর তার কাছে ছিল না। এখন শুনেছি। চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
×