ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ের বোদায় সুনিকেতন পাঠশালার বর্ষবরণ

প্রকাশিত: ০৯:২১, ২০ এপ্রিল ২০১৯

 পঞ্চগড়ের বোদায় সুনিকেতন পাঠশালার বর্ষবরণ

সংস্কৃতি ডেস্ক ॥ পঞ্চগড়ের বোদা উপজেলায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড পরিচালিত সুনিকেতন পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ ১৪২৬ উদ্যাপন করা হয়। এআয়োজনে ছিল ঘুড়ি উড়ানো, লাটিম ঘুড়ানো, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রথমে সকাল ১০টায় পাঠশালা প্রাঙ্গণে নববর্ষকে বরণ করে নিতে শিক্ষার্থীরা নতুন পোশাক পরিধান করে উপস্থিত হয়। এরপর তাদের পাঠশালার সামনে সবুজ শস্যক্ষেতের পাশে নিয়ে যাওয়া হয়। নানা রঙের ঘুড়ি উড়াতে পেরে দারুণ উচ্ছ্বাসিত এবং আনন্দিত হয় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হোন শিক্ষক অভিভাবক এবং দর্শনার্থীরাও। চলে লাটিম ঘোরানো। এরপর চিড়া, দই আর গুড় দিয়ে আপ্যায়ন করা হয়। পরে পাঠশালা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষক আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এবং সুনিকেতন পাঠশালা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনজুমান আক্তার, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার অনিল চন্দ্র শর্মা, সহকারী শিক্ষক শামসুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম। নৃত্য পরিবেশন করেন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্য মোনালিসা ইসলাম আইরিন, সোনামণি, কৃষ্ণা, প্রিয়াঙ্কা, ভারতী, খুশি, খুকুমণি এবং লাবণী। গান পরিবেশন করেন কল্পনা রানী, আব্দুস সাত্তার ও খুকুমণি। বাঙালী সংস্কৃতিকে বুকে ধারণ করে মননশীল সুস্থ ধারার দেশীয় লোকজ সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়ে শেষ হয় বর্ষবরণ।
×