ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও প্লেব্যাকে এসডি রুবেল

প্রকাশিত: ০৯:২০, ২০ এপ্রিল ২০১৯

 আবারও প্লেব্যাকে এসডি রুবেল

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে চলচ্চিত্র পরিচালক পলাশ খান নির্মিত একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসডি রুবেল। দীর্ঘদিন পর ‘রাধা কৃষ্ণ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। গানের কথা ও সুর করেছেন পলাশ খান। চলচ্চিত্রে অভিনয় করেছেন সৌরভ ফারসী, মৌমিতা খান ও নবাগত মৈয়ত্রী। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটিতে ৬টি গান রয়েছে। আগামী ২৮ এপ্রিল গাইবান্ধা সরকারী কলেজে চলচ্চিত্রের প্রথম অংশের কাজ শুরু হবে। চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেতা সৌরভ ফারসী বলেন, এটি একটি ভিন্ন ধারার গল্প আশা করছি চলচ্চিত্র জগতে এটি নতুন ধারার জন্ম দেবে। চলচ্চিত্রে নতুন নতুন কিছু চমক দেখতে পারেবেন দর্শকরা। প্রসঙ্গত জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল ‘জীবনের সৈকতে’ এ্যালবামের মাধ্যমে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেন। তিনি ‘লাল বেনারসি’ গানের মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। গায়েকের পাশাপাশি তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, প্রযোজক ও অভিনেতা। তিনি প্রায় ৮-১০টির মতো নাটক ও টেলিফিল্ম প্রযোজনা করেছেন। ২০১১ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘এভাবেই ভালবাসা হয়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। এ ছাড়াও নিজের প্রযোজনায় কয়েকটি চলচ্চিত্র তৈরি করেছেন। এ ছাড়াও প্রায় দেড় শতাধিক চলচ্চিত্রে গান করেছেন। এ পর্যন্ত ৩৭টির মতো একক এ্যালবাম এবং ৪ শতাধিক মিশ্র এ্যালবাম প্রকাশ পেয়েছে তার।
×