ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাইম ম্যাগাজিনের জরিপ

বিশ্বের প্রভাবশালী এক শ‘ ব্যক্তির তালিকা প্রকাশ

প্রকাশিত: ১৩:১৫, ১৯ এপ্রিল ২০১৯

বিশ্বের প্রভাবশালী এক শ‘ ব্যক্তির তালিকা প্রকাশ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘টাইম’ এক জরিপে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় দারুণ প্রতিক্রিয়া দেখানো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মিসরের ফুটবলার মোহাম্মদ সালাহ ওই তালিকায় রয়েছেন। বুধবার ‘টাইম’ ম্যাগাজিন ওই তালিকা প্রকাশ করে। প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে করা ওই তালিকায় পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো লিডার্স, পাইওনিয়ারস, আর্টিস্টস, আইকনস ও টাইটানস। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ ফ্রান্সিস, মার্কিন কংগ্রেস উইম্যান আলেক্সজান্দার ওকাসিও-কোর্টেজ, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
×