ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবিক দেশ গড়ার শপথ

প্রকাশিত: ১২:০০, ১৯ এপ্রিল ২০১৯

মানবিক দেশ গড়ার শপথ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ এপ্রিল ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় আদিবাসী অধ্যুষিত ছয়টি ইউনিয়নের ৮ হাইস্কুলের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার সকালে মাহমুদ বাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সহস্রাধিক আদিবাসী-বাঙালী শিক্ষার্থী অসাম্প্রদায়িক, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করে। শপথে- নারী, বয়স্ক, শিশু, আদিবাসী ও প্রতিবন্ধী মানুষের প্রতি তারা শ্রদ্ধাপূর্ণ আচরণ করবে এবং মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখবে। স্থানীয় মাহমুদ বাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জোবায়ের হাসান এবং মোঃ শফিক মাহমুদ গোলাপের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় আম্পায়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ক্রিকেটার ওয়াজিউর রহমান রাফেল, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে প্রমুখ। কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৮ এপ্রিল ॥ ভাসমান বেডে আধুনিক প্রযুক্তিতে সবজি ও মসলা চাষাবাদের ওপর উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ পাট গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন সবজি-মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার। কৃষি কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প সমন্বয়কারী ড. মোঃ আলিমুর রহমান। এছাড়াও বক্তৃতা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, মানবেন্দ্র নাথ সরকার প্রমুখ।
×