ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নকল মশার কয়েল তৈরির সময় দুই ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:৫৬, ১৯ এপ্রিল ২০১৯

নকল মশার কয়েল তৈরির সময় দুই ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ এপ্রিল ॥ শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় বাজারজাত করার জন্যে নকল মশার কয়েল তৈরির সময় বুধবার গভীর রাতে ইমরান খান ও সামাদ খান নামের দুই ব্যবসায়ীকে আটক করেছে শিবচর থানা পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে ৩০ কার্টুন নকল মশার কয়েল, নকল কয়েল তৈরির সরঞ্জামসহ জব্দ করেছে। আটককৃতরা শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার সামাদ খান ও তার ছেলে ইমরান খান। এরা দুজন পিতা-পুত্র। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভোক্তাদের চাহিদাকে কাজে লাগিয়ে তারা অন্য কোম্পানির স্টিকার, লগো, ট্রেডমার্ক ব্যবহার করে সুপার ৫৫৫ নামের একটি মশার কয়েল তৈরি করে বাজারজাত করছিল। এই খবর পেয়ে পুলিশ শিবচর পৌর এলাকার ডিসি রোডের একটি বাড়িতে হানা দেয়। এ সময় নকল মশার কয়েল তৈরির সরঞ্জামসহ প্রায় ৩০ কার্টুন নকল মশার কয়েল জব্দ করে। শিবচর থানা পুলিশ বলেন, ‘শিবচরের যাদুয়ারচরের একটি বাড়িতে নকল মশার কয়েল তৈরি হচ্ছে খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ গিয়ে হাতেনাতে নকল মশার কয়েল তৈরির সরঞ্জামসহ মশার কয়েল জব্দ করে এবং দু’জনকে আটক করেছে। চৌগাছায় বিদ্যুতস্পৃষ্টে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মালেশিয়া প্রবাসী মহিদুল ইসলামের পুত্র। নিহতের প্রতিবেশী জিয়াউদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে শিশুটির মা বিল্লাল ও তার বোন খাদিজাকে (৭) রুটি খেতে দেয়। বিল্লাল রুটি খাওয়া শেষ করে বাড়ির টিউবওয়েলে পানি খেতে যায়। এ সময় টিউবওয়েলের সঙ্গে সংযোগকৃত মোটরের বিদ্যুতলাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সেখানেই পড়ে থাকে। এ সময় তার মা বিদ্যুতের মেইন সুইস অফ করে দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×