ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বালুমহাল ইজারা নিয়ে সংঘর্ষ ॥ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ১১:৫৫, ১৯ এপ্রিল ২০১৯

বালুমহাল ইজারা নিয়ে সংঘর্ষ ॥ বাড়ি ভাংচুর

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপর, ১৮ এপ্রিল ॥ বোয়ালমারী উপজেলায় বালুমহাল ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও লঙ্কারচর বালু মহাল ইজারা নেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় এক গ্রুপের নেতৃত্ব দেন ঘোষপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এসএম ফারুক হোসেন। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ওই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চাঁন মিয়া। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেনের সমর্থকদের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ওই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চাঁন মিয়ার সমর্থকদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। পহেলা বৈশাখ থেকে আগামী ৩০ চৈত্র পর্যন্ত এক বছরের জন্য পার্শ্ববর্তী মধুমতী নদীর লঙ্কারচর বালু মহাল ইজারা নেয় মোঃ চাঁন মিয়ার সমর্থক পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন। ওই বালু মহাল থেকে বালু উত্তোলন করে বালুবাহী পরিবহন যাতায়াতের সময় চেয়ারম্যান ফারুক হোসেনের লোকজন দিয়ে বাধা সৃষ্টি করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোর রাতে ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সমর্থক চন্ডিবিলা গ্রামের কাজী রফিউদ্দিন, রাখালগাছী গ্রামের আজিজার মোল্যা ও বাবলু মোল্যার নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চাঁন মিয়া সমর্থকদের ১৫-২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলাকারীদের বাধা দিতে গেলে চন্ডিবিলা গ্রামের আবু বক্কার (৪৫) আহত হয়। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×