ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মটু তোতার প্রজনন

প্রকাশিত: ১১:৪১, ১৯ এপ্রিল ২০১৯

মটু তোতার প্রজনন

এক সময় নিউজিল্যান্ডের যত্রতত্র সবচেয়ে মোটা প্রজাতির তোতার দেখা মিলত। তবে এ সংখ্যা কমতে কমতে এখন মাত্র ১৪৭টিতে দাঁড়িয়েছে। আশার কথা হলো, এ বছর এই মোটা তোতা পাখির প্রজনন অনেক বেড়েছে। এই জাতীয় মোটা তোতা সাধারণত উড়তে পারে না। এটি নিশাচর। এই মোটা তোতা পাখিকে স্থানীয় ভাষায় ‘কাকাপোচ’ নামে ডাকা হয়। অধিক পরিমাণে শিকার ও বন উজারের কারণে এ পাখির সংখ্যা হ্রাস পেয়েছে।-বিবিসি গোলাপি রঙের টাট্টু ঘোড়া কানাডার মন্ট্রিয়েলের এক দ্বীপে গোলাপি রঙের এক টাট্টু ঘোড়ার খোঁজ মিলেছে। কুইবেকের এক বাসিন্দা শখে ছবি তোলার সময় তার ক্যামেরার সামনে এই টাট্টু ঘোড়ার ছবি ভেসে ওঠে। গিলেস বাউচার্ড নামের এই শৌখিন ফটোগ্রাফার বলেন, রবিবার রাতে হঠাৎ করে আমার ক্যামেরার লেন্সের সামনে গোলাপি রঙের এই ঘোড়া ধরা পড়ে। আর ছবি তোলার পর আমি এটিকে আর দেখতে পাইনি। তাই ঘোড়াটি ঠিক কোথা থেকে এসেছে তা বুঝতে পারিনি। এদিকে গোলাপি রঙের এই টাট্টু ঘোড়ার ছবি অনলাইনে ছাড়তে তা ভাইরাল হয়ে যায়। অনেকে এই বিরল ঘোড়া নিজ চোখে দেখতে চাইছে।-ইউপিআই
×