ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদার প্যারোল নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ১১:২৩, ১৯ এপ্রিল ২০১৯

খালেদার প্যারোল নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোল নিয়ে মনগড়া প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন হাত-পা নাড়তে পারছেন না। আর্থ্রাইটিসের ব্যথার কারণে পা নাড়াতে পারছেন না। তাঁকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। বুধবারও চিকিৎসকরা বলেছেন তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। এই অবস্থায় দেশনেত্রী চাচ্ছেন তাঁর পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে। কিন্তু সরকার তার জীবন হুমকির মুখে ফেলে সুদূরপ্রসারী স্বার্থসিদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে। অথচ এ নিয়ে কেউ কোন কথা বলছেন না। কথা বলছেন যেটি খালেদা জিয়া নিজেও চান না সেই প্যারোলে মুক্তির বিষয় নিয়ে। আমরা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবি করছি। রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছেন বলে কতিপয় মিডিয়া যে প্রতিবেদন প্রকাশ করছে সে বিষয়ে আমরা বিএনপির কোন নেতাকর্মী কিছু জানি না। কেন তারা এরকম মিথ্যাচার করছে তাও আমাদের অজানা। রাজনীতি থেকে মাইনাস করার জন্য খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু তিনি কখনও প্যারোলে মুক্তির কথা বলেননি। তবে সরকার এ নিয়ে চতুর রাজনীতিতে লিপ্ত।
×