ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুবীর নন্দীর অবস্থার কিছুটা উন্নতি

প্রকাশিত: ১১:২২, ১৯ এপ্রিল ২০১৯

সুবীর নন্দীর অবস্থার কিছুটা উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকালে সুবীর নন্দীর জন্য গঠিত সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে শিল্পীর পরিবারকে এমনটাই জানিয়েছে। শিল্পীর পরিবারের ঘনিষ্ঠজন অভিনেত্রী শ্রাবন্তী করের মা তৃপ্তি কর জানান, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কর্তব্যরত চিকিৎসকরা সুবীর নন্দীকে পর্যবেক্ষণ করেন। তারা লম্বা সময় বৈঠক করেন। তিনি বলেন, রোগীর অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিডনি, ব্লাডপ্রেসার ও ডায়াবেটিস এখন স্বাভাবিক পর্যায়ে আছে। তবে হার্টের অবস্থা বেশ জটিল। সে কারণে চিকিৎসার জন্য শিল্পীকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। তৃপ্তি কর আরও জানান, সকালে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা সুবীর নন্দীর লাইফ সাপোর্টের বিভিন্ন অংশ খুলে লম্বা সময় নিরীক্ষা করেন। পরে আবারও লাইফ সাপোর্টেই রাখা হয়েছে তাকে। কারণ শিল্পীর হার্টের অবস্থা বেশ নাজুক। বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য সুবীর নন্দীর এই স্বজন বলেন, হাসপাতালে আরও দুই-তিন দিন রাখতে হবে। অবস্থার আরেকটু উন্নতি হলেই বিদেশে নেয়ার কথা বলেছেন চিকিৎসকরা। তাছাড়া বিদেশে যাওয়ার বিষয়টা তো সহজ কথা নয়। এখানে প্রস্তুতি ও অর্থেও বিষয় আছে। অবসরে যাওয়া একজন ব্যাংকারের (সুবীর নন্দী) কাছে কত টাকাই বা থাকতে পারে? তার ওপর মানুষটা কতটা সৎ আর সরল- সেটাও তো সবারই জানা। তবে আমাদের বিশ্বাস একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার বিশ্বাস, তিনি সুস্থ হয়ে উঠবেন শীঘ্রই। সেই প্রার্থনাই করি। পহেলা বৈশাখের রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় শিল্পী সুবীর নন্দীকে। রবিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিল্পীকে ১০টার দিকে সিএমএইচে নিয়ে আসা হয়। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে রাত ১১টার দিকে সুবীর নন্দীকে লাইফ সাপোর্টে নেয়া হয়। হাসপাতালে তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়। তবে শারীরিক অবস্থার বিস্তারিত ৭২ ঘণ্টা পর জানা যাবে বলে জানানো হয়। রবিবার রাতে সুবীর নন্দীকে সিএমএইচের জরুরী বিভাগে নেয়ার পর রাত ১১টার দিকে তার হার্ট এ্যাটাক হয়। এরপর দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয় শিল্পীকে। ‘জরুরী বিভাগে আনার আগেই হার্ট এ্যাটাক হলে হয়ত তাকে (সুবীর নন্দী) আর ফেরানো যেত না।
×