ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

হেমা মালিনী ও দেবগৌড়ার ভাগ্য নির্ধারণ দ্বিতীয় দফা ভোটে

প্রকাশিত: ১১:২০, ১৯ এপ্রিল ২০১৯

হেমা মালিনী ও দেবগৌড়ার ভাগ্য নির্ধারণ দ্বিতীয় দফা ভোটে

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে বৃহস্পতিবার ১৭তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ হয়েছে। এ পর্বে ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫ আসনে ভোটগ্রহণ চলে। ভোটারের সংখ্যা ছিল ১৫ কোটি ৫০ লাখের কিছু বেশি। বিবিসি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া। তামিলনাডুর ৩৮ আসনের পাশাপাশি রাজ্য বিধানসভার ১৮ আসনেরও ফয়সলা এদিন হয়। ভোটগ্রহণ চলে ওডিশার পাঁচ লোকসভা ও বিধানসভার ৩৫ আসনে। পাশাপাশি কর্নাটকে লোকসভার ১৪ আসনে, মহারাষ্ট্রের ১০ আসনে, উত্তর প্রদেশের আট, পাঁচটি করে অসম ও বিহারে, তিনটি করে ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে, জম্মু ও কাশ্মীরের দুটি ও মনিপুর ও পুডুচরির একটি করে লোকসভা আসনে ভোট হয়। চার কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াসহ সাবেক বলিউড তারকা হেমা মালিনীর ভাগ্যও এদিন নির্ধারণ হয়। তিনি উত্তর প্রদেশের মথুরা আসন থেকে বিজেপির টিকেটে প্রার্থী হয়েছেন। ৮৬ বছর বয়সী জনতা দল- সেকুলার (জেডি-এস) নেতা দেবগৌড়া দিনের প্রথমভাগে স্ত্রী চেন্নাম্মা, দুই পুত্র (কর্নাটকের মুখ্যমন্ত্রী) এইচ ডি কুমারাসামি এবং (রাজ্যমন্ত্রী) এইচডি ডি রেভান্না, দুই পুত্রবধূ এবং দুই নাতিকে নিয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে যান, একজন নির্বাচন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তামিলনাড়ু রাজ্যে এদিন যারা ভোট দেন তাদের মধ্যে রজনীকান্ত, কমল হাসান, বিজয় ও অজিতসহ অনেক তারকা ভোটার ছিলেন। উত্তর প্রদেশে ভোটকেন্দ্রে নির্বাচনী প্রচার চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিজেপি প্রার্থী ভোলা সিংকে গ্রেফতার করা হয়েছে। তিনি শর্মা ইন্টার কলেজ ভোটকেন্দ্রে গিয়ে প্রচার চালাচ্ছেন এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসে। ওই আসনে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট অভয় সিংয়ের নির্দেশে তাকে গৃহবন্দী করে রাখা হয়। রাজ্যের তিরুভাল্লুর লোকসভা আসনের নগরাজ কান্দিগাই গ্রামের প্রায় ৫শ’ ভোটার ওই এলাকায় পরিবেশ দূষণকারী স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি থাকার প্রতিবাদে ভোট বর্জন করেন। ওডিশায় নির্বাচন কর্মকর্তা খুন ॥ নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হলেও বৃহস্পতিবার ওডিশায় মাওবাদী হামলায় এক নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন। সংযুক্তা দীঘল নামে ওই কর্মকর্তা কান্ধামাল জেলার ফুলবানি আসনের একটি বুথের উদ্দেশে যাওয়ার সময় মাওবাদী হামলায় নিহত হন। এছাড়া ছত্তিশগড় রাজ্যের একটি কেন্দ্রে ভোট চলাকালে হার্ট এ্যাটাকে একজন নির্বাচন কর্মকর্তা মারা যান। এর আগে ১১ এপ্রিল প্রথম পর্বের ভোটের দিন অন্ধ্রপ্রদেশে ভয়াবহ নির্বাচনী সহিংসতায় দুজন মারা যান। এসব ছাড়া রাজ্যে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়। কংগ্রেসের পক্ষে আম্বানি ॥ রাফায়েল ইস্যুতে বিজেপির সঙ্গে ভাই অনিল আম্বানির যোগ নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। ভোটের আগে রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানি কংগ্রেস প্রার্থীর হয়েই বার্তা দেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওয়ারাকে জয়ী করার জন্য ভিডিওতে তিনি প্রচার চালান। দক্ষিণ বম্বে থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন মিলিন্দ দেওরা। ভোট প্রচারে তার হয়ে বার্তা দিয়েছেন একাধিক শিল্পপতি। শুধু শিল্পপতিরাই নয়, একটি ভিডিওতে বার্তা দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা ॥ বৃহস্পতিবার রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। সব চোরের পদবি মোদি, রাহুলের এমন মন্তব্যের জেরেই এই মামলা করা হয়। ২২ এপ্রিল মামলার শুনানি হবে। মঙ্গলবার সুশীল কুমার মোদি বলেন, সব চোরের পদবি মোদি, এই কথা বলে রাহুল মোদি পদবিধারীদের ভাবাবেগে আঘাত করেছেন। শুধু তাই নয় তিনি রাহুলের ‘চৌকিদার চোর হ্যায় কথাতেও আপত্তি তোলেন।’ বিমান-কপ্টার ব্যবহারে এগিয়ে বিজেপি ॥ ৬ এপ্রিল দিল্লী থেকে বিজয়ওয়াড়া যান বিজেপি সভাপতি অমিত শাহ। তার পরে যান অসমের ডিব্রুগড়ে। এর পরের গন্তব্য ছিল নিজের শহর আহমেদাবাদ। দিনে প্রায় সাড়ে চার হাজার মাইল পথ পাড়ি দেন। রাজনীতিকদের মতে, বিমান-কপ্টার ছাড়া দেশের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। বিজেপি আগেই ব্যক্তিগত বিমান-কপ্টারের বেশিরভাগই ভাড়া করে ফেলেছে। ফলে বিপাকে পড়ে কংগ্রেস। ২০ বিমান ও ৩০ কপ্টার ভাড়া করেছে বিজেপি। কংগ্রেসের হাতে দশটির মতো। চার্টার্ড এভিয়েশন ব্যবসায়ীদের সংগঠন বিজনেস এয়ারক্রাফট অপারেটর্স এ্যাসোসিয়েশনের উপদেষ্টার কাজ করে বিশেষজ্ঞ সংস্থা মার্টিন কনসালটিং। সংস্থার প্রতিষ্ঠাতা মার্ক মার্টিনের মতে, ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এর আগে এভাবে আকাশে পৌঁছায়নি। এ এক ভিন্ন ধরনের গেরিলা যুদ্ধ। এক দল প্রায় সব বিমান-কপ্টার বুক করে অন্য দলকে বিপাকে ফেলছে।’ চোরের বউ প্রিয়াঙ্কা ॥ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে ‘চোরের বউ’ বলেছেন বিজেপির বিতর্কিত নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। মঙ্গলবার দিল্লীতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা কোন প্রভাব ফেলতে পারবেন না। তিনি এমন একজন নারী যার স্বামী চুরির ঘটনায় অভিযুক্ত। তার সম্পর্কে মানুষের ধারণা কী হবে তা আমরা সবাই জানি। একজন চোরের বউ সম্পর্কে মানুষের যা ধারণা হয় প্রিয়াঙ্কা সম্পর্কেও সবার সেই ধারণাই হবে।’ এবারের লোকসভা নির্বাচনে বিভিন্ন আঞ্চলিক ইস্যু প্রাধান্য পেলেও এ নির্বাচনকে মোদির শাসনের প্রতি একটি গণভোট হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। হিন্দু জাতীয়তাবাদের ঢেউ তুলে ২০১৪ সালে মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ব্যাপক জয় পেয়েছিল। ওই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভরাডুবি ঘটে। রাহুল গান্ধী কংগ্রেসের হাল ধরার পর তার নেতৃত্বে কংগ্রেস এবার নির্বাচনের মাঠে লড়ছে। ২৩ এপ্রিল তৃতীয় দফা ভোটগ্রহণ করা হবে। এভাবে ১৯ মে পর্যন্ত সাত পর্বে লোকসভার ভোট চলবে। ২৩ মে সব ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে।
×