ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়তে অভিযান, ফলে মেলেনি ফরমালিন

প্রকাশিত: ১১:১২, ১৯ এপ্রিল ২০১৯

আড়তে অভিযান, ফলে মেলেনি ফরমালিন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অভিযানে ফলে কোন ফরমালিন মেলেনি। বৃহস্পতিবার ঢাকার মিরপুর-১০ এ ফলের আড়তে এবং মিরপুর-১ এ জি-মার্ট, আগোরা সুপার সপ ও প্রিন্স বাজারে অভিযান পরিচালনা করে ২০টি বিভিন্ন প্রকারে ফলের নমুনা পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় নমুনাগুলোতে ফরমালিনের অস্থিত্ব ধরা পড়েনি। এছাড়াও, এ অভিযানে বিএসটিআই’র লাইসেন্স ব্যতিরেকে ড্রিংকিং ওয়াটার বিক্রি/বিতরণ করায় আরা ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের পানির লাইন বিচ্ছিন্নসহ পানির উৎপাদন বন্ধ করে দেয়া হয়। বর্ণিত এলাকায় মোট ১,২৫০টি নোংরা ও ননফুড গ্রেড জার ধ্বংস করা হয়। এদিকে বিএসটিআই’র পৃথক একটি অভিযানে রাজধানীর খিলগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। -বিজ্ঞপ্তি।
×