ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ ভবন ভাঙতে খরচ হবে দুই কোটি টাকা

প্রকাশিত: ১৩:৫২, ১৮ এপ্রিল ২০১৯

বিজিএমইএ ভবন ভাঙতে খরচ হবে দুই কোটি টাকা

বিডিনিউজ ॥ রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবনটি ভাঙতে দুই কোটি টাকা খরচ হবে বলে রাজউক জানিয়েছে। তাদের ধারণা, ১৫ তলা ওই ভবনের ধ্বংসাবশেষ বিক্রি করে ওই অর্থ উঠে আসবে। ধ্বংসাবশেষ বিক্রির টাকায় খরচ মেটাতে না পারলে বিজিএমইএর কাছ থেকে টাকা আদায় করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। আদালতের রায়ে ভবন ধ্বংসের ব্যয় বিজিএমইএকে বহন করতে বলা হয়েছিল। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চাইছেন বিজিএমইএর বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমান। দুটি বেজমেন্টসহ ১৫ তলা বিজিএমইএ ভবনটি ভাঙ্গার পর ব্যবহারযোগ্য মালামাল কেনায় আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান ইতোমধ্যেই করেছে রাজউক। আগ্রহীদের আগামী ২৪ এপ্রিল বিকেল ৪টার মধ্যে রাজউক চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়েছে।
×