ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেনার দায়ে বন্ধ ভারতের জেট এয়ারওয়েজ

প্রকাশিত: ১৩:২৩, ১৮ এপ্রিল ২০১৯

দেনার দায়ে বন্ধ ভারতের জেট এয়ারওয়েজ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের জেট এয়ারওয়েজ দেনার দায়ে সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। জরুরী তহবিল হিসেবে এয়ারলাইন্সটি ঋণদাতাদের কাছে ৪শ’ কোটি রুপী চেয়েছিল। কিন্তু ব্যাংকগুলো তাতে সাড়া দেয়নি। ফলে ব্যবসা গোটানো ছাড়া আর উপায় ছিল না জেট এয়ারওয়েজের সামনে। হিন্দুস্তান টাইমস। জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদফতরের মহাসচিব ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে তাদের নিয়মিত আলোচনা চলছে। বুধবার রাত ১০টা ২০ মিনিটে ভারতের অমৃতসার থেকে মুম্বাইয়ে জেট এয়ারওয়েজের শেষ ফ্লাইট (৯ডব্লিউ-২৫০২) পরিচালনা করা হয়। ১৯৯৩ সাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে জেট এয়ারওয়েজ। ইন্ডিগোর পর এটাই ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা। তাদের দেনার পরিমাণ এখন ৮ হাজার কোটি রুপী। এ নিয়ে এয়ারলাইন্সটি অনেকদিন ধরেই আর্থিক সঙ্কটে ভুগছিল।
×