ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজী টিভির অপহৃত কর্মকর্তা জীবিত উদ্ধার

প্রকাশিত: ১৩:০৮, ১৮ এপ্রিল ২০১৯

গাজী টিভির অপহৃত কর্মকর্তা জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে গাজী টেলিভিশনের অপহৃত ব্রডকাস্ট কর্মকর্তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে র‌্যাব-১০। অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত ১৬ এপ্রিল মোঃ নজরুল ইসলাম (২৮) নামের ওই কর্মকর্তা ঢাকার শাহবাগ থেকে অপহৃত হয়েছিলেন। অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। টাকা দিতে দেরি হওয়ায় অপহরণকারীরা নজরুল ইসলামকে হত্যা করবে বলে তার পরিবারকে জানিয়েছিল। এমন পরিস্থিতিতে র‌্যাব-১০’র উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হকের নেতৃত্বে মঙ্গলবার রাতেই ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে অপহৃত নজরুল ইসলামকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। অভিযানে অপহরণকারী চক্রের সদস্য নাসির উদ্দিন খান রাব্বী, রবিন মিয়া (২০) ও আমিনুল ইসলাম রাব্বী (২০) গ্রেফতার হয়। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
×