ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

এটিএন বাংলায় ‘নিপীড়ন বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ১২:২৮, ১৮ এপ্রিল ২০১৯

এটিএন বাংলায় ‘নিপীড়ন বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ সারাদেশে নারীর প্রতি সহিংসতাসহ নানা ধরনের নিপীড়ন আমাদের শঙ্কিত করে তুলছে। দেশে একদিকে যেমন উন্নয়নের অগ্রযাত্রার কথা বলা হচ্ছে অন্যদিকে প্রতিহিংসা, সহিংসতা, নির্যাতন, নারী-নিপীড়নের ঘটনা নিয়ন্ত্রণ করতে আমরা হিমশিম খাচ্ছি। যা তীব্র সামাজিক সঙ্কট তৈরি করছে। এমনই এক প্রেক্ষাপটে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ভিন্নমাত্রার নিপীড়ন বিরোধী বিতর্ক জাতীয় প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিকল্পনা ও পরিচালনায় বিশ^বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠানটি সাপ্তাহিক ভিত্তিতে প্রতি শুক্রবার সকালে এটিএন বাংলায় প্রচার হবে।
×