ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রের মহরত

প্রকাশিত: ১২:২৬, ১৮ এপ্রিল ২০১৯

‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রের মহরত

স্টাফ রিপোর্টার ॥ পরিচালক তানভীর হাসান সম্প্রতি ‘মধ্যবিত্ত’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। চলচ্চিত্রটি প্রযোজনা করছে সিনে মিডিয়া। চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন এলিনা শাম্মী, রোহান এবং হিমেল রাজ। আরও অভিনয় করবেন মাসুম আজিজ, ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীনসহ অনেকে। শনিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের কেপিআর রেস্তরাঁয় এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। এ সময় পরিচালক, চলচ্চিত্রের কলাকুশলীসহ অনেকেই উপস্থিত ছিলেন। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক তানভীর হাসান বলেন, এর আগে ছোট পর্দার জন্য বেশকিছু কাজ করেছি। বড় পর্দার জন্য প্রথম কাজ শুরু করতে যাচ্ছি। চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য আমার করা। এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী। তার বিপরীতে অভিনয় করবেন রোহান এবং হিমেল রাজ। উপস্থাপিকা ও অভিনেত্রী এলিনা শাম্মী এর আগে গুণী নির্মাতা শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’ চলচ্চিত্রে কাজ করেন। চলচ্চিত্রটি মুক্তির পর অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাব্বির আহমেদের ‘লোনী’ এবং আশরাফ শিশিরের ‘আমরা একটা সিনেমা বানাব’ নামের তিনটি চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। এলিনা শাম্মী বলেন, এর আগেও বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছি আমি। নতুন এ চলচ্চিত্রে আমার চরিত্রের নাম থাকছে রানু। এটা বাণিজ্যিক ঘরানার কোন চলচ্চিত্র নয়। তবে গল্পটি দারুণ। আমাকে ঘিরেই এ চলচ্চিত্রের গল্প। খুব শীঘ্রই এর শূটিং শুরু হবে। আশা করছি আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন। রোহান এবং হিমেল রাজ দু’জনই নতুন কাজটি নিয়ে বেশ আশাবাদী।
×