ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

থিয়েটারের তিন দিনব্যাপী ‘বর্ষবরণ উৎসব-১৪২৬’

প্রকাশিত: ১২:২৫, ১৮ এপ্রিল ২০১৯

থিয়েটারের তিন দিনব্যাপী ‘বর্ষবরণ উৎসব-১৪২৬’

সংস্কৃতি ডেস্ক ॥ প্রতিবছরই বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় দেশের প্রথম সারির নাটকের দল থিয়েটার। এ বছর থিয়েটারের এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল এবং থিয়েটার পত্রিকা। দুুর্বৃত্তের আগুনে নিহত কন্যা সাহসিকা নুসরাত জাহান রাফি-কে স্মরণ করে, তার প্রতি সম্মান জানিয়ে এবং নুসরাতের মতোই প্রতিবাদী হয়ে চলার প্রত্যয় ব্যক্ত করে শুরু হয় প্রতিদিনের অনুষ্ঠান। আইএফআইসি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে তিন দিনব্যাপী এ আয়োজন ১২ এপ্রিল ‘এক বক্তার বৈঠক’-এর মধ্য দিয়ে শুরু হয়। সৈয়দ আপন আহসানের সঞ্চালনায় আড়াই ঘণ্টার অনবদ্য বক্তব্যে নন্দিত অভিনেতা এবং সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার জীবনের গল্প শোনান। বিভিন্ন মাধ্যমে এমন জনপ্রিয় হয়ে ওঠার পেছনের কথাগুলো। গল্পের ফাঁকে ফাঁকে চলে তার ভরাট কণ্ঠের আবৃত্তি ও পাঠ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আয়োজকদের পক্ষে আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের অধ্যক্ষ এবং থিয়েটার পত্রিকার সম্পাদক রামেন্দু মজুমদার জানান, ভবিষ্যতে এ রকম আরও এক বক্তার বৈঠক তারা ধারাবাহিকভাবে আয়োজন করতে চান। উৎসবের দ্বিতীয় দিন, চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় থিয়েটার দর্শকদের উপহার দেয় তাদের নন্দিত প্রযোজনা ‘মুক্তি’। মার্কিন নাট্যকার লি ব্লেসিং-এর ‘ইন্ডিপেন্ডেন্স’ নাটকটির ভাবানুবাদ করেন মিজারুল কায়েস। ত্রপা মজুমদারের নির্দেশনায় এ দিন নাটকের ৯৩তম মঞ্চায়ন হয়। পহেলা বৈশাখের সন্ধ্যায় দর্শকদের জন্য ছিল ‘মঞ্চ গানের নকশি গাথা’ শিরোনামে বাংলা নাটকের গান। ওপার বাংলার ড. দেবজিত বন্দ্যোপাধ্যায় বাংলা নাটকের গান নিয়ে গবেষণা করছেন বহুদিন ধরে। কিন্তু এ দক্ষতা কেবল গবেষণার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি বরং চমৎকার পরিবেশনার মধ্য দিয়ে নাটকের গানের অতুলনীয় ভা-ার নতুন প্রজন্মের সামনে মেলে ধরছেন। আর এ কাজে তাকে সাহচর্য দিচ্ছেন তার শিষ্য এবং জীবনসঙ্গী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ঋদ্ধি মূলত পঞ্চকবির কন্যা হিসেবে পরিচিত হলেও নাটকের গানও তিনি নিয়মিত পরিবেশন করেন। মারুফ কবিরের উপস্থাপনায় এই যুগলের নাটকের গান পরিবেশনের মাধ্যমে শেষ হয় আইএফআইসি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, থিয়েটার, আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল এবং থিয়েটার পত্রিকার আয়োজনে তিন দিনব্যাপী বর্ষবরণ উৎসব-১৪২৬।
×