ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে গেইলদের মেন্টর সারওয়ান

প্রকাশিত: ১২:২২, ১৮ এপ্রিল ২০১৯

বিশ্বকাপে গেইলদের মেন্টর সারওয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ রামনরেশ সারওয়ান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে। অবসর নেয়ার আগে ক্রিস গেইলদের সঙ্গেই খেলতেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে আবার গেইল-জেসন হোল্ডারদের মেন্টর হয়ে ফিরছেন তিনি। তার আগে আয়ারল্যান্ডে বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে নতুন ভূমিকায় যাত্রা শুরু করবেন সারওয়ান। ৩৮ বছর বয়সী গায়ানিজের এই নতুন দায়িত্বটা অবশ্য এসেছে অনেকটা অপ্রত্যাশিতভাবেই। গত সোমবার ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য ঘোষিত স্টাফদের তালিকায় নাম ছিল না। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি এ্যাডামসের অনুরোধেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। সারওয়ান বলেন, ‘জিমির ফোন পেয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলাম আমি। দলের সঙ্গে আবার কাজ করতে পারব, এটাই অনেক বড় পাওয়া। মেন্টর হিসেবে আমাকে রাখা হয়েছে, আমার সর্বাত্মক চেষ্টা থাকবে সবাইকে সাহায্য করার। কোচ, কোচিং স্টাফকে যতটুকু সাহায্য করা সম্ভব আমি করব।’ সারওয়ান মূলত কাজ করবেন ব্যাটসম্যানদের সঙ্গেই। শুধু চার ছয় নয়, ব্যাটসম্যানদের সিঙ্গেল নেয়ার ব্যাপারে বেশি মনোযোগী তিনি, ‘সিঙ্গেল নেয়ার ব্যাপারে আমাদের ব্যাটসম্যানদের কিছুটা সমস্যা আছে। এটা নিয়ে আমি কাজ করব। রাতারাতি যে এটা ঠিক হয়ে যাবে সেটাও না। তবে তাদের এই ব্যাপারগুলো বোঝানো জরুরী।’ ২০১৬ সালে ক্যারিয়ারের ইতি টানা সারওয়ান ইতোমধ্যে উইন্ডিজের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। বারবাডোসে সামনের মাসে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে কাজ শুরু করে দিয়েছেন। মঙ্গলবার শাই হোপ ও ড্যারেন ব্রাভোদের সঙ্গে নেটে অনুশীলনেও কাজ করেছেন। ইতোমধ্যে ক্যারিবীয়দের কৌশলগত ব্যাটিংয়ের দিকেও নজর দিয়েছেন। যার কাছে মনে হয়েছে স্ট্রাইক রোটেশনে দুর্বলতা আছে ক্যারিবীয়দের। এই অবস্থার উন্নতি করতে নজর দিতে হবে স্ট্রাইক রোটেশনে, ‘আমি জানি আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেশন নিয়ে সম্প্রতি সমস্যা হচ্ছে। এই জায়গায় উন্নতি করতে কাজ করছি।’ ১৩ বছরের ক্যারিয়ার থেকে অবসরের আগে ১৮১টি ওয়ানডে, ৮৭টি টেস্ট ও ১৮টি টি২০ খেলেছেন সারওয়ান। যেখানে তার টেস্টে সংগ্রহ ৫ হাজার ৮৪২ আর ওয়ানডেতে ৫ হাজার ৮০৪।
×