ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় স্কুল ক্রিকেট

প্রকাশিত: ১২:২২, ১৮ এপ্রিল ২০১৯

জাতীয় স্কুল ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ আজ শুরু হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের চূড়ান্ত শিরোপার লড়াই। পর্দা নামার অপেক্ষায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০১৮-১৯ আসরের। রংপুর ক্রিকেট গার্ডেন আর লালমনিরহাট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে চূড়ান্ত শিরোপা লড়াই। জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে লড়বে ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রো’র চ্যাম্পিয়নরা। দু’টি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। আসরের বাকি দুই কোয়ার্টার ফাইনাল শুক্রবার। যেখানে ঢাকা বিভাগের সেরা দল নারায়ণগঞ্জ জেলা স্কুলের প্রতিপক্ষ রংপুর বিভাগের চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন হাইস্কুল। আরেক কোয়ার্টার ফাইনালে সিলেট বিভাগের সেরা দল পিডিবি হাইস্কুলের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগের সেরা দল কুমিল্লা হাইস্কুল। ২১ এপ্রিল ২ সেমিফাইনাল। আর ২৩ এপ্রিল চূড়ান্ত শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে রংপুর ক্রিকেট গার্ডেনে। লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ও রাজশাহী বিভাগে শিরোপা জয়ী বগুড়ার পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের প্রতিপক্ষ ঢাকা মেট্রো’র চ্যাম্পিয়ন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ। আর রংপুর ক্রিকেট গার্ডেনে বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিপক্ষ খুলনা বিভাগের চ্যাম্পিয়ন বাগেরহাট এম.এল স্কুল এ্যান্ড কলেজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র ব্যবস্থাপনা ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারকার আসরে অংশ নেয় সারাদেশের ৫৫৬ স্কুলের ১১ হাজার ১২০ ক্ষুদে ক্রিকেটার। দেশের বিভিন্ন ভেন্যুতে এবার অনুষ্ঠিত হয়েছে ৯৫৮ ম্যাচ আর জাতীয় চ্যাম্পিয়নশিপে হবে ৭ ম্যাচ। ক্রিকেটারদের অংশগ্রহণ ও ম্যাচের সংখ্যার বিচারে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন বগুড়ার পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ আর রানার্সআপ সরকারী জুবিলি হাইস্কুল, সুনামগঞ্জ।
×