ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাশরাফির ‘৪০০’

প্রকাশিত: ১২:২০, ১৮ এপ্রিল ২০১৯

মাশরাফির ‘৪০০’

স্পোর্টস রিপোর্টার ॥ একটি মাত্র উইকেট দরকার ছিল। ৩৯৯ উইকেট হয়ে গিয়েছিল। আরেকটি উইকেট হলেই দেশের ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের মাইলফলকে পা রাখবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ৩৯৯ উইকেট শিকারের পর টানা তিন ম্যাচ থাকলেন উইকেটশূন্য। কোনভাবেই পূরণ হচ্ছিল না ৪০০ উইকেট শিকারের স্বপ্ন। খেলতে থাকলে তাতো হয়েই যাবে। বুধবার তা হয়েই গেল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১টি উইকেট শিকার করতেই স্পিনার আব্দুর রাজ্জাকের পর দেশের দ্বিতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট শিকার করে নিয়েছেন মাশরাফি। বিকেএসপিতে বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে মোহামেডানের বিপক্ষে সুপার লীগে খেলা হয় আবাহনীর। আবাহনীর পেসার মাশরাফি মোহামেডান ওপেনার ইরফান শুক্কুরকে বোল্ড করতেই ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়ে ফেলেন। এরপর নেন আরও দুটি উইকেট। টানা তিন ম্যাচে উইকেটশূন্য থেকে যখন উইকেট নিলেন ৩টি উইকেট শিকার করে ফেললেন। একদিন আগেই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। পরেরদিনই মাশরাফি এই কীর্তি গড়ে ফেললেন। এখন লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির উইকেট সংখ্যা হয়ে গেল ৪০২। ২০০১ সাল থেকেই লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের হয়ে স্পিনার আব্দুর রাজ্জাক সবার আগে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়েন। এবার লীগের চলতি আসরেই সেই মাইলফলক স্পর্শ করেন রাজ্জাক। এখন রাজ্জাকের ২৭৫টি ম্যাচে উইকেট শিকার সংখ্যা ৪০৮টি। ৪০০ উইকেট যখন পান, তখন তিনি ২৬৯তম ম্যাচ খেলেন। মাশরাফির ৪০০ উইকেট শিকার করতে ২৮৭ ম্যাচ লাগল। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রাজ্জাক ও মাশরাফির পরেই আছেন সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা ৩০৭টি। চারে আছেন ফরহাদ রেজা (২৪৯টি উইকেট)। আর রুবেল হোসেন (২৩৬) আছে পঞ্চম স্থানে। মাশরাফি ৩৯৯ উইকেট শিকার আগেই করেছিলেন। বুধবার একটি উইকেট নিতে ১৩ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই মোহামেডানের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফানকে বোল্ড করে দেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির উইকেট সংখ্যা ২০৫ ম্যাচে ২৫৯টি। বাকি ১৪৩টি উইকেট মাশরাফি শিকার করেছেন ঘরোয়া ক্রিকেটে। বিশ্বকাপে এবার নেতৃত্ব দেবেন মাশরাফি। দল ঘোষণা হয়ে গেছে। ১৫ সদস্যের দল ঘোষিত হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের সেরা দল হয়েছে। বিশ্বকাপের দল ঘোষণার আগে মাশরাফিকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সেই রকম নৈপুণ্য দেখাতে পারছিলেন না। মঙ্গলবার দল ঘোষণার পর বুধবারই জ্বলে উঠলেন মাশরাফি। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ৪০০ উইকেট শিকারও হয়ে গেল।
×