ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বারুণী মেলা শুরু

প্রকাশিত: ১২:০৫, ১৮ এপ্রিল ২০১৯

বারুণী মেলা শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে তিন দিনব্যাপী ৯৭তম গোপাল চাঁদ বারুণী মেলা শুরু হয়েছে। বুধবার মদন ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয় বারুণী ম্লান। দেশের অভ্যন্তরীণ ৪শ’টি দলসহ পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটান থেকে লক্ষাধিক ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিভ কল্যাণ লাভের জন্য স্নানে অংশগ্রহণ করেন। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন্নাহার, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্থানীয় এমপি ডাঃ মোজাম্মেল হোসেনসহ জনপ্রতিনিধির এবারের মেলায় অংশগ্রহণ করছেন বলে সেবাইত সাগর সাধু ঠাকুর জানিয়েছেন। গোপাল সাধুর এ ধামে এ পর্যন্ত ৪ পুরুষ গত হয়েছেন। বর্তমান গদিনশীন তরুণ সেবাইত সাগর সাধু ঠাকুর বলেন, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৮তম জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে এখানে মতুয়া ভক্তদের সমাগম ঘটছে যা এখন ‘গোপাল সাধুর’ মেলা নামে পরিচিত। নির্মাণ করা হবে ২০তলার দুটি হল নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৭ এপ্রিল ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বুধবার এক সংবাদ সম্মেলন উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সৈয়দ আতিকুল ইসলাম, আইআইএসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ-আল-মামুন, আইআইটির পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক। সংবাদ সম্মেলনে তিনি বিশ^বিদ্যালয় গৃহীত নানা পদক্ষেপের বর্ণনা প্রদান করেন। অভ্যাগতদের জানান, দেশের সম্পদ ও সম্ভাবনাকে বিবেচনায় রেখে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হবে ২০তলা বিশিষ্ট ২টি হল।
×