ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

প্রকাশিত: ১২:০৩, ১৮ এপ্রিল ২০১৯

মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ এপ্রিল ॥ রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আ.ন.ব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ঠাকুরের ওপর ম্যানেজিং কমিটির সদস্যের হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে উপজেলা সমিতির শিক্ষক ও কর্মচারীরা। বুধবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বালা, সাধারণ সম্পাদক মাহাবুব শিকদার, মনিন্দ্রনাথ বাড়ৈ, সৈয়দ আলী, নন্দলাল গাইন, সবুর মিয়া প্রমুখ। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব শিকদার জানান, কদমবাড়ী ইউনিয়নের আ.ন.ব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ঠাকুরের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়। এ ঘটনায় ১১ এপ্রিল ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে রাজৈর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা দায়ের পর ৭ দিন পার হয়ে গেলেও পুলিশ কোন আাসামিকে গ্রেফতার করতে পারেনি। সীতাকু-ে ১০ লাখ টাকার অবৈধ কাঠ আটক নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৭ এপ্রিল ॥ সীতাকু-ে অভিনব কায়দায় তিন পাঁচারকারীকে চোরাই কাঠসহ একটি ট্রাক আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের কর্মকর্তাগণ। বুধবার ভোর ৫টায় মাদামবিবির হাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের সামনে ঢাকা মেট্রো- ঢ-১৪-৬৩৭৭ ট্রাকটি আটক করা হয়। আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার সদর থানার হাকী খালী গ্রামের ফারুক ড্রাইভার, ভোলা সদর থানা চর চন্দ্র পোশাধ খোকন ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার লঙ্গর পাহাড় গ্রামের হারুন মিয়া (৪০)। জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ঢাকা মেট্রো- ঢ-১৪-৬৩৭৭ ট্রাক চোরাই কাঠের ওপর কয়েকটি ভুষির বস্তা দিয়ে বোঝাই করে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিল, ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের স্টেশন কর্মকর্তারা কাঠসহ ট্রাকটি আটক করে।
×