ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

স্কুলছাত্রী ও ব্যবসায়ীসহ নিহত আট

প্রকাশিত: ১২:০২, ১৮ এপ্রিল ২০১৯

স্কুলছাত্রী ও ব্যবসায়ীসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বরিশালে স্কুলছাত্রী, নাটোরে দুই ব্যবসায়ী, বাগেরহাটে নারী, সীতাকু-ে বিক্রয় প্রতিনিধি, সিলেটে যুবক, মাদারীপুরে পথচারী, সাতক্ষীরায় ভ্যানচালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়া এলাকার গাবতলা এলাকায় বুধবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী বাসের চাপায় লামিয়া আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিহতের লাশ নিয়ে প্রায় তিন ঘণ্টা বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কের দুর্ঘটনাস্থলে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। নিহত লামিয়া গুঠিয়া এলাকার খায়রুল সিকদারের কন্যা ও পশ্চিম নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে যাচ্ছিল লামিয়া। পথে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে বানারীপাড়াগামী বেপরোয়া গতির সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লামিয়া নিহত হয়। এ খবর মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে লামিয়ার স্কুল ও স্থানীয় নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে নিহতের লাশ নিয়ে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। নাটোর বড়াইগ্রামে গরু বোঝাই ভটভটি খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত ও ছয়জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মৌখাড়া-আহমেদপুর আঞ্চলিক সড়কের মৌখাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গুরুদাসপুরের পশ্চিম নওপাড়া গ্রামের ঠাণ্টু ফকিরের ছেলে সেলিম রেজা (৫০) এবং একই গ্রামের শহিদুল্লাহ আকন্দের ছেলে মোহাম্মদ আকন্দ (৬০)। জানা গেছে, সকালে আট গরু ব্যবসায়ী হাটে গরু বিক্রয়ের জন্য যাচ্ছিল। পথে বড়াইগ্রামের মৌখাড়া-আহমেদপুর আঞ্চলিক সড়কের মৌখাড়া এলাকায় ১০টি গরু বোঝাই একটি ভটভটির এক্সেল ভেঙ্গে যায়। এসময় ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পথে সেলিম রেজা ও মোহাম্মদ আকন্দ মারা যায় এবং বাকি আহত ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাট মোল্লাহাটে ট্রাকের চাপায় জয়তুন বিবি (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাটের কাহালপুরে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়তুন বিবি উপজেলার রাজপাট গ্রামের আরোজ আলী শেখের স্ত্রী। নিজের ছেলে হাফিজ শেখের ভ্যানে চড়ে বাড়ি হতে কাহালপুর এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে পেছন দিক থেকে আসা ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। তখন ট্রাকের চাপায় তিনি নিহত হন। সীতাকুণ্ড সড়ক দুর্ঘটনায় মহসিন হাজরা (৪৫) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিক্রয় প্রতিনিধি চাঁদপুর সদর লালপুর এলাকার ইসমাইল হাজরার ছেলে। সে সীতাকুণ্ড পারটেক্স বেভারেজ লিমিটেডের বিক্রয় প্রতিনিধির কাজ করত। জানা যায়, উপজেলার ছোট দারোগারহাট এলাকায় বিভিন্ন দোকানে পণ্যের অর্ডার নিচ্ছিল কোম্পানির বিক্রয় প্রতিনিধি মহসিন হাজরা। এ সময় চট্টগ্রামমুখী লেনে একটি নিয়ন্ত্রণ হারানো ট্রাক উল্টে বিক্রয় প্রতিনিধির গায়ের ওপর পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সিলেট সালুটিকর- গোয়াইনঘাট সড়কে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত আবদুল খালিক (৩৩) গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মাথা দ্বিখ-িত হয়ে যায়। মাদারীপুর রাজৈরে মোটরসাইকেলের ধাক্কায় সুলতান শেখ (৪৫) নামের এক পথচারী নিহত ও মোটরসাইকেল আরোহী হায়দার আলী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান শেখের বাড়ি ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামে। জানা গেছে, মঙ্গলবার রাতে বরিশালগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল সুলতান শেখকে চাপা দিলে সে রাস্তার ওপর পড়ে যায়। এসময় পথচারী সুলতান ও মোটরসাইকেল আরোহী হায়দার আলী গুরুতর আহত হয়। সাতক্ষীরা কালিগঞ্জে ইঞ্জিন ভ্যান উল্টে চালক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কুশলিয়া মৌতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম জিয়ারুল ইসলাম (২০)। সে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের আবদুল হকের ছেলে। স্থানীয়রা জানান, সকালে জিয়ারুল বাড়ি থেকে বের হয়ে কাঠ বোঝাই ইঞ্জিনভ্যান চালিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুশলিয়া নামক স্থানে পৌঁছলে ইঞ্জিনভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। এ সময় জিয়ারুল কাঠ বোঝাই ভ্যানের তলায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
×