ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:০১, ১৮ এপ্রিল ২০১৯

রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকা-সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নির্যাতন, ধর্ষণ ও হত্যাকা-ের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও জাগরণের আহ্বান যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। পরে জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ সভাপতি শামীউল আলীম শাওনের সভাপতিত্বে বক্তব্য দেন, সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী মহানগর কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি নারী নেত্রী কল্পনা রায়, প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, দফতর সম্পাদক আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমব্রম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে নুসরাতসহ সকল হত্যাকা-ের হত্যার পরিকল্পনাকারী মূল অপরাধী ও সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, নিপীড়নের সাহসী প্রতিবাদকারী ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে হত্যার হুকুমদাতা, পরিকল্পনাকারী ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে দ্রুত মৃত্যুদ- কার্যকর করার দাবি তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে ওই মাদ্রাসার লম্পট অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ হত্যাকারী ও পরিকল্পনাকারীদের স্থাবর অস্থাবর সম্পক্তি ক্রোক করার দাবি জানান। বুধবার বেলা ১১টায় জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর চৌরঙ্গি মোড়ে নারী যোগাযোগ কেন্দ্র ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে পৃথক ব্যানার নিয়ে অংশ নেয় বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম জেলা কমিটি, জেলা যুব মহিলা লীগ, কিশোর কিশোরী ফোরাম, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বেসরকারী উন্নয়ন সংস্থা ইউএসএস, যুব নেটওয়ার্ক, থানাপাড়া নারী মিলন কেন্দ্র, নীলাঞ্জন দুস্থ মহিলা কল্যাণ সমিতি, ইউএসকেএস নারী পরিষদ, বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি। বুধবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করা হয় । এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা রাফি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন নওগাঁ জেলা নাগরিক কমিটি সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক খন্দকার রেজাউর রহমান, আলমগীর কবির, হুমায়ুন কবির প্রমুখ । পিরোজপুর নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, মাদ্রাসাছাত্রী রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার শহরের টাউন ক্লাব সড়কে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি খায়জুরান দিরোজ, সাধারণ সম্পাদক সালমা রহমান হেপী, কলেজের অধ্যক্ষ কাদিরুল মুক্তাদির, কলেজ ছাত্রী ইশরাত জাহান প্রমুখ।
×