ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শৈলকুপায় তুচ্ছ ঘটনায় নিহত এক, আহত ৬

প্রকাশিত: ১১:৫৯, ১৮ এপ্রিল ২০১৯

শৈলকুপায় তুচ্ছ ঘটনায় নিহত এক, আহত ৬

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৭ এপ্রিল ॥ শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে রতন ম-ল (৩৮) নামে একজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন মণ্ডল বসন্তপুর গ্রামের রাইহান ম-লের ছেলে। আহতরা হলেন- তৈয়ব আলী, সেকেন্দার মণ্ডল, দুলাল মণ্ডল, কবীর মণ্ডল, বাচ্চু মণ্ডল ও আনোয়ার ম-ল। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড়ে বসন্তপুর গ্রামের সেকেন্দার ম-লের একটি ইপিল-ইপিল গাছের ডাল ভেঙ্গে প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের ওপর পড়ে। এ ঘটনায় রাতেই দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ড‍া হয়। তারই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে আবারও তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ওলিয়ার রহমানের লোকজন ধারাল অস্ত্রদিয়ে রতন ম-লকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে ঠেকাতে গিয়ে তৈয়ব আলী, সেকেন্দার ম-ল, দুলাল ম-ল, কবীর ম-ল, বাচ্চু ম-ল ও আনোয়ার ম-ল আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সে সময় চিকিৎসক আহত রতন ম-লকে মৃত ঘোষণা করেন। এ ঘটানাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুন্সীগঞ্জ গ্রন্থাগার পরিদর্শনে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দল স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের সরকারী গ্রন্থাগার বুধবার সকালে পরিদর্শন করেছেন ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধি দল। এই দলটিতে নেতৃত্ব দেন ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি আনলিমিটিডের প্রকল্প পরিচালক ক্রাস্ট্রি ক্রপ্রোফ্রব। আরও অংশ নেন প্রকল্পটির সদস্য সেগুফতা আহমেদ, মোঃ আসাদ, এনায়েত রহমান ও কাউসার আহমেদ প্রমুখ। তাদের অভ্যর্ত্থনা জানান গ্রন্থাগারটির লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা। এই সরকারী গ্রন্থাগারে চলমান ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমের অগ্রগতিরও খোঁজখবর নেয় প্রতিনিধি দলটি। এই প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সরকারী গ্রন্থাগারে সম্প্রতি উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।
×