ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর

প্রকাশিত: ১১:৫৬, ১৮ এপ্রিল ২০১৯

সৈয়দপুর হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর

স্টাফরিপোর্টার, নীলফামারী ॥ অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে দেশের চতুর্থ আন্তর্জাতিক সৈয়দপুর বিমানবন্দরকে রূপান্তরের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে ফিল্ড বুক তৈরির কাজ চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে সৈয়দপুর বিমানবন্দরের আশপাশ এলাকায় এই কার্যক্রম শুরু করা হয়েছে। সূত্রমতে সৈয়দপুর ও পার্বতীপুর উপজেলার ৯১২ একর জমির আওতায় অধিগ্রহণ করা হবে। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ফিল্ড বুক তৈরির মূল কাজটি করছেন। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলছেন তারা। নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দেন। ওই আলোকে সংশ্লিষ্ট দফতরের নির্দেশনা অনুযায়ী ৯ এপ্রিল হতে ফিল্ড বুক তৈরির কাজ শুরু করা হয়। তিনি উল্লেখ করে বলেন বর্তমান সৈয়দপুর বিমানবন্দরের আশপাশ এলাকায় ৯১২ একর জমি অধিগ্রহণের আওতায় আসবে। এর মধ্যে সৈয়দপুর উপজেলায় ৫৩৫ একর ব্যক্তি মালিকানাধীন জমি, সরকারী জমি ৬০ একর, পানি উন্নয়ন বোর্ডের ৩৯ একর, সড়ক ও জনপথ বিভাগের ৬ একর, সৈয়দপুর সেনানিবাসের প্রায় ১৪ একর ও খাসজমি ১৩ একর। এ ছাড়া পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডি ইউনিয়নের ৩১৭ একর ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের আওতায় পড়েছে। মোট ৯১২ একর জমির মধ্যে কী কী অবকাঠামো রয়েছে এবং এর স্বরূপ সম্পর্কে ধারণা নিতে ফিল্ড বুক তৈরি হচ্ছে। এতে স্থানীয় জনগণ ও বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ স্বাক্ষর থাকবে। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বাজারদরের তিন গুণ দাম পাবেন।
×