ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নান্দাইলে কোটি টাকার বাজার শেড গো- মূত্রের ভাগাড়

প্রকাশিত: ১১:৫৫, ১৮ এপ্রিল ২০১৯

নান্দাইলে কোটি টাকার বাজার শেড গো- মূত্রের ভাগাড়

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৭ এপ্রিল ॥ উপজেলার নান্দাইল রোড বাজারে প্রায় কোটি টাকা মূল্যের ৫টি বাজার শেড দীর্ঘদিন ব্যবহার না করায় গো-মূত্রের ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে সরকারী এই স্থাপনা রেখে নান্দাইল-তাড়াইল সড়কের দুই পাশে বসানো হচ্ছে হাট-বাজার। আর ব্যস্ততম সড়কে বাজার বসানোর কারণে প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। স্থানীয় সূত্র জানায়, ২০০৯ সালে বাজারের সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদকৃত জায়গায় সরকারী অর্থায়নে ৫টি বাজার শেড তৈরি করা হয়। এরপর থেকে অজ্ঞাত কারণে শেডগুলো ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেগুলো এখন গো-মূত্রের ভাগাড়ে পরিণত হয়েছে। ওই বাজারের কয়েকজন ব্যবসায়ী জানায়, ঝড়-বৃষ্টি ও রোদের প্রকোপ থেকে বাঁচতে তাদের জন্য পাকা শেড তৈরি করা হয়েছিল। কিন্তু কি কারণে তা ব্যবহার করা হচ্ছে না তা কেবল বাজার কমিটিই জানে। এখন তাদের ঝুঁকি নিয়ে সড়কের ওপর বসতে হয়। এলাকাবাসী জানায়, শুক্রবার ও মঙ্গলবার বাজারের দিন। সপ্তাহের এই দুইটি দিন সকাল থেকে রাত পর্যন্ত ওই সড়কে থেমে থেমে যানজট চলতেই থাকে। আর দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা গেছে, সরকারীভাবে কোন ডাককারি না পাওয়ায় বাজারটি গত তিন বছর ধরে ইউএনও অফিস ইজারা তুলছে। সর্বশেষ তিন বছর আগে সরকারীভাবে ওই বাজারটি ২৭ লাখ টাকা ইজারা ডাক হয়েছিল। সরকারী অর্থে তৈরি বাজার শেড ব্যবহার না করে সড়কে বাজার বসানোর বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সরকারী শেড রেখে সড়কের দু’পাশে বাজার বসানোর কোন সুযোগ নেই।
×