ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বহিষ্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১১:৫৩, ১৮ এপ্রিল ২০১৯

বহিষ্কারের দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নফাঁস ও জালিয়তির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে জালিয়াতি করে যারা ভর্তি হয়েছে তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বুধবার বেলা সোয়া ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, রাশেদ খান, ফারুক হাসান, স্বতন্ত্র জোট থেকে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অরণি সেমন্তি খান। মানববন্ধনে ডাকসুর ভিপি নুরুল হক নূর সংহতি প্রকাশ করেন।
×