ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত: ১১:৫২, ১৮ এপ্রিল ২০১৯

বিএসএমএমইউতে মুজিবনগর দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণ দিবস উদযাপিত হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার সকালে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ॥ বুধবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য রালি বের করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে প্রবন্ধ লিখন, চিত্রাঙ্কন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত র‌্যালির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। -বিজ্ঞপ্তি
×