ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্দোলন করেই খালেদাকে মুক্ত করা হবে ॥ ফখরুল

প্রকাশিত: ১১:৫১, ১৮ এপ্রিল ২০১৯

আন্দোলন করেই খালেদাকে মুক্ত করা হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গুম, খুন ও নির্যাতনের ঘটনা বেড়েই চলছে, এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘জিয়া শিশু একাডেমি’ আয়োজিত আলোচনা শিশুশিল্পী প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজনৈতিক উদ্দেশে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথা বলা হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, এ সরকার খালেদা জিয়াকে মুক্তি দেবে না। আন্দোলন করেই তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার মুক্তির পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, অথচ তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানাচ্ছি। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের হত্যাকা-ের সঙ্গে সরকারী দলের লোক জড়িত অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এভাবে আগুনে পুড়িয়ে হত্যাকা- মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা জানা নেই। আমরা নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং সুখী-সমৃদ্ধ দেশ গড়া। কিন্তু আজ সে চেতনা হারিয়ে যেতে বসেছে। দেশে জানমালের কোন নিরাপত্তা নেই। খুন, গুম ও নির্যাতনের ঘটনা অহরহ ঘটছে। সরকারের সেদিকে কোন খেয়াল নেই। তারা উন্নয়নের নামে লুটপাটে ব্যস্ত। আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতমূলক আচরণ করে। তারা কথায় কথায় বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করে। ফখরুল বলেন, স্বাধীনতার এত বছর পর কেন নুসরাতের মতো মেয়েদের এভাবে নির্যাতনের শিকার হয়ে মরতে হয়? এর জবাব দেশের রাজনীতিবিদদেরই দিতে হবে।
×